প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১১:৩৪ এ.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২০, ২০২০, ১২:২২ পূর্বাহ্ণ
জামালপুরে মুজিব শতবর্ষ উপলক্ষে বিনা শাইল ধান বীজ ও বিভিন্ন সবজী বীজ বিতরণ।
বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনিস্টিটিউট(বিনা)এর উদ্যোগে জামালপুর উপকেন্দ্রে মুজিব শতবর্ষ উপলক্ষে কৃষকদের মাঝে বিনা শাইল ধানের বীজ, বিভিন্ন চারা ও সার বিতরণ করা হয়েছে।
পিআই ইউ-বিএআরসি(এনএটিপি)উপ-প্রকল্পের অর্থায়নে বিনা উপকেন্দ্র জামালপুরের উদ্যোগে জামালপুর জেলার নাওভাঙ্গা চরে কৃষকদের মাঝে বিনা শাইল ধানের বীজ,বিভিন্ন সবজী ও ফলের চারা এবং সার বিতরণ করেন কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড.মোঃ আব্দুর রৌফ ও বিনা মহাপরিচালক ড.মির্জা মোফাজ্জল ইসলাম।
এসময় আরো উপস্থিত ছিলেন,জামালপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আমিনুল ইসলাম,বিনা উপকেন্দ্র জামালপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা ড. মাহবুবুর রহমান খান এবং উপ প্রকল্প পরিচালক ড. রীমা আশরাফীসহ অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।
বিতরণ কার্যক্রম শেষে মুজিব শতবর্ষ উপলক্ষে অতিথিবৃন্দরা উপকেন্দ্র চত্বরে বৃক্ষরোপন করেন।
https://bd24news.com