মানুষের মনে কৌতূহলের শেষ নেই।তাও যদি হয় মাথার চুল নিয়ে! কখনো ভেবেছেন চুল কাটলে কেন রক্ত বের হয়না? চুল,নখ কোনটি কাটলেই কিন্তু একফোঁটা রক্তও ঝড়ে না।
উত্তর কিন্তু এক হিসাবে বেশ সহজ মনে হয়।রক্ত সেসব স্হান থেকেই বের হবে, যেখানে রক্ত আছে।চুল বা নখে তো রক্ত ধাকার কথাও না।কিন্তু কেন রক্ত থাকেনা?
কোষীয় অঙ্গ চুল তাতে কোনো সন্দেহ নেই।কিন্তু চুলের কোষগুলো মৃত কোষ।এই মৃত কোষে জমা থাকে যথেষ্ট পরিমান প্রোটিন।তাই আলাদা করে চুলে রক্ত পরিবহনের দরকার নেই।রক্তের কাজ মূলত সারাদেহে অক্সিজেন পরিবহন করা।তবে যার অক্সিজেন দরকার পড়েনা, তার রক্ত প্রবাহের আর কি দরকার?তাই চুল কাটলে রক্ত বের হয়না।
এবার আসি নখের কথায়।নখ তো সরাসরি হাতের আঙ্গুলের সাথে সম্পৃক্ত। তবে কাটলে রক্ত বের হয়না কেন?নখের কোষগুলো মৃত নয়, বরং জীবিত।কিন্তু তাদের মধ্যেও বিশেষ প্রোটিন জমা থাকে।এবার বুঝলেন তো কেন নখ বা চুল কাটলে রক্ত বের হয়না!