সড়ক দুর্ঘটনা হ্রাস কল্পে নিরাপদ যানবাহনের দাবি নিয়ে গাইবান্ধা থেকে দেশব্যাপী আন্দোলনের যাত্রা শুরু করল ‘নিরাপদ যানবাহন চাই’ (নিযাচা) ফাউন্ডেশন নামের নতুন একটি সংগঠন। নিরাপদ গাড়িতে চড়বো, নিরাপদে বাড়ি ফিরবো- এ শ্লোগানকে ধারণ করে শনিবার (২২ আগস্ট) গাবাইবান্ধা পাবলিক লাইব্রেরি হলরুমে সংগঠনটির পরিচিত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
‘নিরাপদ যানবাহন চাই’ (নিযাচা) ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবির, জেলা চেম্বার অ্যান্ড কমার্স ইন্ডাস্ট্রির পরিচালক খান মো সাইদ হোসেন জসিম,
জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ রঞ্জু, সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার, জেলা ট্রাফিক ইন্সপেক্টর নুর-ই আলম, বিআরটিএ এর জেলার মোটরযান পরিদর্শক মো. আমিনুল ইসলাম, নিযাচা’র ভাইস চেয়ারম্যান মাসুম লুমেন, মহাসচিব সালাহ উদ্দিন কাশেম, দুর্ঘটনা অনুসন্ধান ও গবেষণা বিষয়ক সম্পাদক তোফায়েল হোসেন জাকির প্রমূখ।
আলোচনা শেষে নিযাচা’র চেয়ারম্যান আসাদুজ্জামান মিলন সরকার কেন্দ্রীয় ও সদর উপজেলা কমিটি ঘোষণা করেন। সেই সঙ্গে সমগ্র দেশে সংগঠনটির সকল কর্মকাণ্ড বেগবান করার লক্ষ্যে উপদেষ্ট মণ্ডলী ও কেন্দ্রীয় নেতাকর্মীদের প্রতি জোর আহবান জানান ।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুলেল শুভেচ্চা ও শেষে নিযাচা’র নেতাকর্মীদের সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।