নরসিংদী জেলা গোয়েন্দা শাখা কর্তৃক ৯৫০ পিস ইয়াবাসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
সোমবার (২৪ আগষ্ট ২০২০ খ্রিঃ) জেলা গোয়েন্দা শাখা নরসিংদীর এসআই মোস্তাক আহম্মেদ,এএসআই রাহুল মজুমদার সঙ্গীয় ফোর্সসহ পলাশ থানা এলাকায় অভিযান পরিচালনা করে ১৭:০৫ ঘটিকায় পলাশ থানাধীন চরসিন্দুর ব্রীজ টোল সংলগ্ন জনৈক আরিফ মোল্লার চায়ের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর হতে চিহ্নিত মাদক ব্যবসায়ীদের ৯৫০ (নয়শত পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন, (১) মোশারফ সরকার (৩৮),পিতা-আঃ লতিফ সরকার,সাং- বুরুলিয়া,থানা-জয়দেবপুর,জেলা-গাজীপুর,(২) মোসাঃ আফরিন জাহান আলো (২১),স্বামী-শফিকুল ইসলাম,সাং- উত্তর খামের,থানা-কাপাসিয়া,জেলা-গাজীপুরদের ৯৫০
(নয়শত পঞ্চাশ) পিস ইয়াবাসহ গ্রেফতার করেছেন।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য ২,৮৫,০০০ (দুই লক্ষ পচাশি হাজার) টাকা।
এ সংক্রান্তে এজাহার দায়ের করা হয়েছে।