কক্সবাজার উখিয়ার ৫ নংপালংখালী ইউনিয়নের আওতায়ধীন বৃহত্তর থাইংখালী তেলখোলা রাস্তা। এই রাস্তা স্থানীয় জনসাধারণ, রোহিঙ্গা এবং ক্যাম্পে চাকরীরত লোকসহ ইটভাটা, বালীমহলের, কৃষিপন্য, ব্যবসায়ী ছাড়াও স্হানীয় দৈনিক ১০-২০ হাজার লোক প্রতিনিয়ত যাতায়াতের একমাত্র ব্যাস্ততম রাস্তা।
রাস্তাটির পাশে খাল হওয়ায় ভারী বর্ষণে রাস্তাটি যাতায়াত অযোগ্য হয়ে প্রতিদিন যানযট লেগে থাকে। একটু যানজট হলেই সি.আই.সি এনজিও সংস্থার গাড়ীর ড্রাইভাররা প্রতিদিন স্থানীয় খেটে খাওয়া মানুষের উপর বর্বরতা চালায়।
স্থাানীয় জনগোষ্ঠীর দাবী,আমরা কি এই জনপথ ছেড়ে ভিটে-মাঠি ফেলে চলে যাব?
নাকি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ধরনের অপৃতিকর ঘটনার দৃশ্যমান ব্যবস্থা গ্রহণ করবে?
নাকী এভাবে নির্যাতিত হয়ে নিজ দেশে মাথানিচু করে সব কিছু মেনে নিয়ে সহ্য করতে হবে?
আমরা আজ নিজ ভূমিতে প্রবাসী। কে করবে এই বিচার?
একজন সিআইসির ড্রাইভার এভাবে এলজিইডির রাস্তায় সাধারণ মানুষকে অত্যাচার করতে পারে না।
এলাকাবাসীরা ইউনিয়নের সকল রাজনৈতিক-অরাজনৈতিক সচেতন শিক্ষিত বিবেকবান সম্মানীয় ব্যক্তিবর্গকে সমাজে এই ধরনের অসংগতির ব্যাপারে সোচ্চার হওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছে।
অনুরোধক্রমে
স্থানীয় এলাকাবাসী
https://www.youtube.com/watch?v=x_n1hzbjl0c&feature=youtu.be&fbclid=IwAR03m9x9E6ONCABs1uL33s5FhrcvBUlOgR2yxZnPFl2gdGccYVQa1Jb5CEY