জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি বলেছেন, সাঘাটা ফুলছড়ি উপজেলার বেশিরভাগ মানুষই বন্যাও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত, এসব পরিবারের মধ্যে অনেকেই অসহায় হয়ে পড়েছে, সরকারের পাশাপাশি সকল বৃত্তবান লোকদেরও উচিত এসব পরিবারের জন্য সহায়তার হাত বাড়ানো।
মঙ্গলবার, ২৫ আগস্ট গাইবান্ধার সাঘাটা উপজেলার কচু হাট উচ্চ বিদ্যালয় মাঠে, মহান জাতীয় সংসদের মাননীয় ডেপুটি স্পিকার এ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া এমপি, ব্যক্তিগত উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে, ৪শ,দুস্থ অসহায় পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃজাহাঙ্গীর কবির, সাঘাটা উপজেলা নির্বাহী অফিসার মহিউদ্দিন জাহাঙ্গীর, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিঠুন কুন্ডু, সাঘাটা থানা অফিসার ইনচার্জ বেলাল হোসেন, সোনাতলা থানার তদন্ত ওসি জাহিদুল ইসলাম জাহিদ, সাঘাটা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফরহাদ হোসেন, সাঘাটা ইউনিয়ন যুবলীগ সভাপতি রানা মিয়া প্রমুখ।