দেশের সংস্কৃতি কর্মীরা প্রধানত সমাজের প্রতি দায়বদ্ধতা থেকেই সংস্কৃতির চর্চা করে থাকে। স্বাধীনতা উত্তর বাংলাদেশে আজ কয়েক হাজার সাংস্কৃতিক সংগঠন নিজ নিজ অবস্থান থেকে সংস্কৃতি চর্চায় নিয়োজিত রয়েছেন।
করোনাভাইরাস উদ্ভুত পরিস্থিতিতেও সুস্থ সংস্কৃতির ধারা অব্যাহত রেখেছে নরসিংদী গীতিকার পরিষদ।
এরই ধারাহিকতায় নরসিংদী গীতিকার পরিষদের সাধারণ সম্পাদক, এ প্রজন্মের স্বনামধন্য গীতিকার ও সুরকার , গীতিকবি এস এম শ্রাবণ কাজীর লেখাও সুরে - এই প্রথম ডুয়েট গান " ভালোবাসা দিও
বাউল শিল্পী - ছোট মমতা ও মাসুদ সরকার
স্বপ্না দেওয়ান মিডিয়া ও আক্কাস দেওয়ান ইউটিউব চ্যানেল এর ব্যানারে এবং ফেইসবুক পেইজ এ ইতিমধ্যে শ্রোতা দের মধ্যে বেপক সারা পেয়েছে এবং দর্শক দের কথা মাথায় রেখে সামনে স্বপ্না দেওয়ান মিডিয়া আক্কাস দেওয়ান ইউটিউব চ্যানেল এর ব্যানারে আরো ৪টি গান রিলিজ হওয়ার কথা রয়েছে শিল্পী ও গীতিকার উভয়েই সকলের কাছে দোয়া চেয়েছেন।
আক্কাস স্বপ্না মিডিয়ার পরিচালক স্বপ্না দেওয়ান