প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:১৪ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২০, ১০:৫৭ অপরাহ্ণ
কিশোরগঞ্জে হাওরে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যাওয়া মাহমুদুলের দাফন সম্পন্ন।
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে বেড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহমুদুল হাসান চৌধুরী (৩২) নামে এক পর্যটক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো চারজন। গতকাল ২৮ আগস্ট শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন উপজেলার হাওরের হাসানপুর সেতু এলাকায় এ ঘটনা ঘটেছে।
নিহত মাহমুদুল হাসান চৌধুরী (৩২) গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার নানিয়াপাড়া গ্রামের আব্দুল মালেক চৌধুরীর ছেলে। তিনি দিনাজপুরের ফুলপুর উপজেলা কার্যালয়ে সহকারী প্রোগ্রামার হিসেবে কর্মরত ছিলেন।
এঘটনায় আহতরা হলেন- ঢাকার মতিঝিল এলাকার আমিনুল হকের ছেলে শামসুল হক (৩৬), ঢাকার মিরপুরের হাউজিং স্টাফ কোয়ার্টারের বাসিন্দা আবুল খায়ের নিজামীর ছেলে তানভির খায়ের (৩০), কুমিল্লার মমিনুল হকের ছেলে ফকরুল ইসলাম (২৮) ও নৌকার মাঝি কিশোরগঞ্জের ইটনা উপজেলার পাঁচকাওনিয়া গ্রামের মুসলিম খাঁর ছেলে আবুল কালাম।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে একসঙ্গে ১৪-১৫ জন বন্ধু কিশোরগঞ্জের হাওরের পর্যটন এলাকায় ঘুরতে আসেন। তারা করিমগঞ্জ উপজেলার বালিখোলা ঘাট থেকে একটি ইঞ্জিনচালিত নৌকায় করে ইটনা, মিঠামইন ও অষ্টগ্রামের অলওয়েদার সড়কে ঘুরতে যান।
সেখান থেকে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মিঠামইন উপজেলার হাওরের হাসানপুর সেতুর কাছে পানির ওপর হেলে থাকা পল্লী বিদ্যুতের একটি তারের স্পর্শে পুরো নৌকাটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। এতে পাঁচজন আহত হন। আহতদের মধ্যে চারজনকে কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ও নৌকার মাঝি আবুল কালামকে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
রাত ১০টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মাহমুদুল হাসান চৌধুরীর মৃত্যু হয়। মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির রাব্বানী গাইবান্ধা ডট নিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
অপরদিকে ২৯ আগস্ট শনিবার গাইবান্ধা জেলার পলাশবাড়ী পৌর এলাকার নুনিয়াগাড়ী গ্রামের পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন হয়। মৃত্যুকালে তিনি স্ত্রী,ভাই বোন ,বাবা মামা ,আত্মীয় স্বজন পারাপ্রতিবেশীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন ।
তাহার অকাল মৃত্যুতে এলাকায় শোকে ছায়া নেমে আসে। মরহুমের আত্মা শান্তি কামনা করে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন স্থানীয় সংসদ সদস্য এ্যাড. উম্মে কুলসুম স্মৃতি এমপিসহ বিভিন্ন রাজনৈতিক,সামাজিক,পেশাজীবি সংগঠন।
https://bd24news.com