প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২২, ২০২৪, ১২:৫০ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২০, ৩:২৭ অপরাহ্ণ
বিমান বাহিনীতে ভূয়া নিয়োগ বানিজ্যে জড়িত চক্রের মূল হোতা ও তার সহযোগী আটক।
বাংলাদেশ বিমান বাহিনীতে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে প্রার্থীদের নিকট হতে অবৈধভাবে অর্থ আত্নসাতের অভিযোগে গত শুক্রবার (২৮ আগস্ট) সদর উপজেলার বিমানবন্দর এলাকা হতে দুই প্রতারককে আটক করে যশোর কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করেছে বিমান বাহিনী কর্তৃপক্ষ। বাংলাদেশ বিমান বাহিনীতে বিভিন্ন পদে চাকরি দেয়ার নামে জনসাধারণের কাছ থেকে টাকা হাতিয়ে নিত প্রতারক চক্রটি।
গত শুক্রবার আনুমানিক ১৮৩০ ঘটিকায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্য কর্তৃক যশোর বিমানবন্দর এলাকা হতে বিমান বাহিনীতে বেসামরিক পদে ভূয়া নিয়োগ বানিজ্যে জড়িত চক্রের মূল হোতা ও তার সহযোগীকে আটক করা হয়।
এসময় তাদের নিকট হতে কয়েকটি ভূয়া নিয়োগ পত্র, দুইটি ওয়াকিটকি সেট এবং বিমান বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তাদের নামে দুইটি সীলমোহর উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদকালে তারা ভূয়া নিয়োগ বানিজ্যে জড়িত থাকার কথা স্বীকার করে এবং সাথে থাকা ওয়াকিটকি প্রদর্শন করতঃ নিজেকে কখনও পুলিশ সদস্য, কখনও ডিবি সদস্য, কখনও বা আইন প্রয়োগকারী সংস্থার সদস্য, আবার কখনও বা সামরিক বাহিনীর উর্দ্ধতন কর্মকর্তা হিসেবে মিথ্যা পরিচয় প্রদান করে জনগণের সাথে প্রতারণা করত বলেও স্বীকার করে।
গ্রেপ্তারকৃতদের মধ্যে চক্রের মূল হোতা খুলনা জেলার তেরোখাদা থানার হাড়িখালি গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মোঃ অহিদুজ্জামান (৪০) এবং তার সহযোগী ঝিনাইদহ জেলার শৈলকুপা থানার কাজীপাড়া গ্রামের পুলিশ কনস্টেবল (বর্তমানে শার্শা থানা, যশোর এ কর্মরত) মীর মনিরুল ইসলাম এর ছেলে মীর আশরাফুল ইসলাম (২৭)।
উল্লেখ্য যে, চক্রের মূল হোতা অহিদুজ্জামান (৪০) চাকরিপ্রার্থীদের ভূয়া নিয়োগ পত্র প্রদান করতে বিমান বাহিনীর বিভিন্ন পদবীর কর্মকর্তাদের নাম ও স্বাক্ষর এবং বিমান বাহিনীর অফিস সীল জালিয়াতি করে প্রতারণামূলক নিয়োগ বানিজ্যের উদ্দেশ্যে ভূয়া নিয়োগ প্রদান করতঃ বেসামরিক পরিমন্ডলে বিমান বাহিনীর সুনাম ক্ষুন্ন করে আসছিল।
প্রতারক চক্রটি যশোর ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলার অসহায় বেকার চাকরি প্রার্থীদের নানান অপকৌশলে বিমান বাহিনীর বিভিন্ন পদে চাকরির প্রলোভন দেখিয়ে ভূয়া নিয়োগ পত্র প্রদানের মাধ্যমে মোটা অংকের টাকা হাতিয়ে নিত। এই চক্রটি আনুমানিক ১০০/১৫০ জন প্রার্থীকে চাকুরি দেয়ার আশ্বাস প্রদান করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে অহিদুজ্জমান ও তার সহযোগী মীর আশরাফুল ইসলাম-কে কোতয়ালী মডেল থানা, যশোর এ হস্তান্তর করা হয়।
বাংলাদেশ বিমান বাহিনী//
https://bd24news.com