প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ২:০২ পি.এম || প্রকাশের তারিখঃ আগস্ট ২৯, ২০২০, ১২:০৭ পূর্বাহ্ণ
মনোহরদীতে “স্বাধীনতার সংগ্রাম” ভাস্কর্য উদ্বোধন করলেন- শিল্পমন্ত্রী।
নরসিংদীর মনোহরদীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মরণে "স্বাধীনতার সংগ্রাম" ভাস্কর্য উদ্বোধন করেছেন শিল্পমন্ত্রী অ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি।
আজ শুক্রবার (২৮ আগষ্ট) বিকেলে মনোহরদী পৌরসভা কার্যালয়ের বঙ্গবন্ধু চত্বরে ২৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ভাস্কর্যটির শুভ উদ্বোধন করেন মন্ত্রী।
"স্বাধীনতার সংগ্রাম" ভাস্কর্য উদ্বোধন অনুষ্ঠানে পৌর মেয়র আমিনুর রশিদ সুজন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় শিল্পমন্ত্রী জনাব এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে শিল্পমন্ত্রী বলেন, ভাস্কর্যটি বাঙালি জাতির গৌরবোজ্জ্বল সংগ্রামের ইতিহাসকে ধারণ করে নির্মিত।
এ ভাস্কর্যটি মহান ভাষা অন্দোলন থেকে শুরু করে ৬৬’র স্বাধিকার আন্দোলন, ৬৯’র গণঅভ্যুত্থান, ৭১’র ৭ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বাধীনতা সংগ্রামের আহ্বান, ২৫ মার্চের কালরাত্রি, ২৬ মার্চ বঙ্গবন্ধু কর্তৃক স্বাধীনতা ঘোষণা, ১৬ ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জনের ইতিহাস সমৃদ্ধ । এই ভাস্কর্য মনোহরদীবাসীর জন্য একটি মাইল ফলক।
মন্ত্রী আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু কণ্যা জননেত্রী শেখ হাসিনার গ্রামকে শহরে রুপান্তরিত করার যে পরিকল্পনা তা আজ বাস্তবে রুপ নিচ্ছে। মনোহরদীর তরুন পৌর মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে মনোহরদী পৌরসভাকে একটি আধুনিক এবং নান্দনিক পৌরসভায় রূপান্তরিত করেছে।
নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থেকে এই উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করার আহ্বান জানান শিল্পমন্ত্রী। এসময় মনোহরদীতে একটি শিল্পপার্ক উপহার দেওয়ার ঘোষণাও দেন তিনি ।
সভাপতির ভাষণে মেয়র আমিনুর রশিদ সুজন বলেন, বাংলাদেশের ইতিহাস জানতে হলে সর্বাগ্রে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে হবে। এই ভাস্কর্য আমাদের নতুন প্রজন্মের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কে আরো গভীরভাবে জানার আগ্রহ বাড়িয়ে দেবে বলে আমি বিশ্বাস করি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম খান বীরু, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মু. ফজলুল হক, ঢাকা ক্লাবের প্রেসিডেন্ট খায়রুল মজিদ মাহমুদ চন্দন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নজরুল মজিদ মাহমুদ স্বপন,
মনোহরদী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল মজিদ মাহমুদ সাদী, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবী।
এছাড়াও উপস্থিত ছিলেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, পৌরসভার কাউন্সিলরবৃন্দ, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ প্রমুখ।
https://bd24news.com