হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামে সুন্দরী যুবতীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে বিষয়টি ধামাচাপায় মাতব্বররা তৎপর হয়ে উঠেছে।
সমাধান না হওয়ায় (২৯আগস্ট) বিকালে ধর্ষণের অভিযোগ এনে মেয়েকে হাসপাতালে ভর্তি করা হয়েছে জানা যায়, ওই গ্রামের জনৈক ফয়ছল মিয়ার সাথে আব্দুল কাদিরের অষ্টাদশী কন্যার ৩ বছর ধরে প্রেমের সম্পর্ক চলে আসছে। প্রায়ই তারা বিভিন্ন স্থানে ঘুরাফেরা করতো।
গত ২৬ আগষ্ট গভীররাতে ফতেপুরে ফয়ছলের ফার্নিচারের দোকানে ওই যুবতীকে ফোন দিয়ে আনে এবং বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণ করে।
এ বিষয়ে বাহুবল থানার ওসি কামরুজ্জামানকে বারবার ফোন দেয়া হলেও তিনি ফোন রিসিভ করেননি।
তবে সদর থানার এসআই মহিন উদ্দিন হাসপাতালে গিয়ে ভিকটিমের জবানবন্দি রেকর্ড করেন এ বিষয়ে তিনি জানান, তদন্ত চলছে তবে ডাক্তারী পরীক্ষার পর বিস্তারিত বলা হবে।
হবিগঞ্জের বানিয়াচং ইয়াবাসহ গ্রেফতার উপজেলা ছাত্রলীগ সভাপতি মাহমুদ হোসেন খান মামুনের রিমান্ডের আবেদন করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। শনিবার সন্ধ্যায় হবিগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানিকুল ইসলাম এ তথ্য জানান।
এর আগে গত ২৭ আগস্ট অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঁচদিনের রিমান্ড আবেদন করেন জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোজাম্মেল হক ওসি মানিকুল ইসলাম বলেন, মামুনকে পাঁচদিনের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করা হয়েছে। তবে এখনো রিমান্ড শুনানির তারিখ ধার্য্য করা হয়নি।
গত ২৪ আগস্ট দিনগত রাতে বানিয়াচং উপজেলা সদরের বড় বাজার এলাকা থেকে মামুনকে গ্রেফতার করে ডিবি পুলিশ। সে সময় তার কাছ থেকে জব্দ করা হয় ৩০০ পিস ইয়াবা ও একটি ধারালো অস্ত্র।
পরদিন ২৫ আগস্ট মামুনের বিরুদ্ধে দু’টি মামলা দায়ের করেছেন ডিবি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেবাশীষ তালুকদার। একটি অস্ত্র আইনে এবং অপরটি মাদক আইনে। পরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে সড়ক দুর্ঘটনায় মালম মিয়া (২৩) নামে এক পিকআপ চালকের মৃত্যু হয়েছে। সে চুনারুঘাট উপজেলার মিরাশী ইউপির গোয়াসপুর গ্রামের বশর উদ্দিনের ছেলে রোববার (৩০ আগস্ট) সকাল ১২ টার দিকে হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কের কলিমনগরে এ ঘটনা ঘটে একই ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। তাতক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।
পুলিশ জানায় ট্রাক চালক মালম মিয়া চুনারুঘাট থেকে গাছ নিয়ে হবিগঞ্জ যাওয়ার পথে শায়েস্তাগঞ্জ-হবিগঞ্জ বাইপাস সড়কের কলিমনগর নামক স্থানে ট্রাকের চাকা পাংচার হলে ট্রাক গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই চালক মারা যায়।
শায়েস্তাগঞ্জ থানা ওসি (তদন্ত) আল মামুন, দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।