প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১:২৩ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১, ২০২০, ৭:৪৩ অপরাহ্ণ
রাষ্ট্রীয় মর্যাদায় বিজিবির প্রথম মহাপরিচালক চিত্ত রঞ্জন দত্তের অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন।
রাষ্ট্রীয় মর্যাদায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) তৎকালীন বাংলাদেশ রাইফেলস এর প্রথম মহাপরিচালক মেজর জেনারেল চিত্ত রঞ্জন দত্ত (সি আর দত্ত), বীর উত্তম এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। এতে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক।
আজ মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) রাজধানীর রাজারবাগ কালীমন্দির, সবুজবাগের শ্রী শ্রী বরদেশ্বরী মহা-শ্মশানে রাষ্ট্রীয় মর্যাদায় বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি) তৎকালীন বাংলাদেশ রাইফেলস এর প্রথম মহাপরিচালক মেজর জেনারেল সি আর দত্ত, বীর উত্তম এর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম(বার), এনডিসি, পিএসসি উক্ত অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগদান করেন।
মেজর জেনারেল সি আর দত্তের মরদেহ রাজারবাগ কালীমন্দির মহা-শ্মশানে পৌঁছলে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোঃ সাফিনুল ইসলাম, বিজিবিএম(বার), এনডিসি, পিএসসি মেজর জেনারেল সি আর দত্তের মরদেহে পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।
সীমান্তরক্ষী বাহিনী গঠনে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে বিজিবি মহাপরিচালক বলেন, সি আর দত্ত ছিলেন অসাম্প্রদায়িক চেতনার বাতিঘর। তিনি আমৃত্যু দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি সুরক্ষায় কাজ করে গেছেন। বিজিবি'র প্রতিটি সদস্যসহ বাঙালি জাতি তাঁকে চিরদিন শ্রদ্ধাভরে স্মরণ করবে।
উল্লেখ্য, মেজর জেনারেল সি আর দত্ত, বীর উত্তম গত ২৫ আগস্ট ২০২০ সকাল ০৯.৩০ ঘটিকায় বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে আমেরিকার ফ্লোরিডায় বয়েন্টনবিচ বেথেসডা সাউথ হাসপাতালের হসপিস কেয়ার ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন৷
https://bd24news.com