প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১২:৫৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২০, ৫:১৬ অপরাহ্ণ
ঈশ্বরগঞ্জে সোয়া ২৫ কোটি টাকার কাজের ভিত্তিপ্রস্থর স্থাপন
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় বিভিন্ন উন্নয়ন মূলক কাজের (ব্রিজ, রাস্তা, শিক্ষা প্রতিষ্ঠান, ভবন ও বন্যা আশ্রয় কেন্দ্র) ভিত্তিপ্রস্তর স্থাপন এর উদ্বোধন করেন জাতীয় সংসদ সদস্য ফখরুল ইমাম।
আজ ২ সেপ্টেম্বর বুধবার সকালে ঈশ্বরগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে (এলজিইডি এর ১৫.৮৯ কোটি টাকা, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়- ৯.৩৬ কোটি টাকা) সর্বমোট ২৫.২৫ কোটি টাকার ১৪ টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উদ্বোধন করেন।
পরে উপজেলা হলরুমে আলোচনা সভা করা হয়।ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংসদ ফখরুল ইমাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে জুম এ্যাপ এর মাধ্যমে বক্তব্য প্রদান করেন ঈশ্বরগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহমুদ হাসান সুমন। এসময় আরো উপস্থিত ছিলেন পৌর মেয়র, বীর মুক্তিযুদ্ধা কমান্ডার আব্দুস ছাত্তার, সহকারী কমিশনার ভূমি সাঈদা পারভিন,ঈশ্বরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি হাজী রফিকুল ইসলাম বুলবুল, উপজেলা জাতীয় পার্টির সিনিয়র সহ সভাপতি নূরুল ইসলাম খান সুরুজ, উপজেলা ভাইস চেয়াম্যান ফরিদুল্লাহ ফরিদ, মহিলা ভাইস চেয়ারম্যন মাহমুদা হাসান পলি, ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইন চার্জ মো: মোখলেছুর রহমান আকন্দ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: নুরুল হুদা খান, উপজেলা মৎস্য কর্মকর্তা সানোয়ার রাসেল, ঈশ্বরগঞ্জ আবাসিক প্রকৌশলী( বিদ্যুৎ) আবদুল্লাহ আল নোমান,প্রেসক্লাব সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা পরিষদের সকল কর্মকর্তাবৃন্দ, উপজেলার সকল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামীলীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
https://bd24news.com