প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ২:৩১ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২, ২০২০, ৮:১৩ অপরাহ্ণ
মাধবপুরে মোবাইল কোর্ট বসিয়ে বিভিন্ন প্রতিষ্ঠানকে ৮,৫০০ টাকা অর্থদণ্ড।
হবিগঞ্জের মাধবপুরে সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্য বিধি ও জাতীয় পতাকা অর্ধনমিত না রাখা, দোকানের সামনে মালামাল রেখে রাস্তা প্রতিবন্ধতা সৃষ্টি করায় ও মাস্কের ব্যবহার নিশ্চিত এর লক্ষ্যে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আয়েশা আকতার নেতৃত্বে মাধবপুর বাজারে বুধবার (২-সেপ্টেম্বর) মোবাইল কোর্ট পরিচালনা করেন এসময় স্বাস্থ্যবিধি ও মাস্ক ব্যবহার না করা।
জাতীয় পতাকা অর্ধনমিত না রাখায়, দোকানের সামনে মালামাল রেখে রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় ইত্যাদি কারণে ব্যক্তি ও প্রতিষ্ঠান মিলে ১৪ টি’র কাজ থেকে ৮৫০০ টাকা অর্থদণ্ড আদায় করা হয়।
মাধবপুর থানা পুলিশে এস আই আলাউদ্দিন সহ উনার সঙ্গী ফোর্স নিয়ে মোবাইল কোর্ট কে সর্বাত্মক সহযোগিতা করেন।
উপজেলা সহকারী কমিশনার ভূমি আয়েশা আক্তার জানান, স্বাস্থ্যবিধি মানা ও মাস্কের ব্যবহার ও রাস্তা মালামাল রেখে প্রতিবন্ধকতা কারীদের বিরুদ্ধে মাধবপুরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
https://bd24news.com