হবিগঞ্জের মাধবপুরে একটি কোম্পানির নির্মাণাধীন ভবন থেকে পড়ে মনির হোসেন (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৮ টায় এ ঘটনা ঘটে। মনির হেসেন উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের সাকুসাইল গ্রামের মৃত মোবারক মিয়ার ছেলে, প্রত্যক্ষদর্শী আবুল কাশেম জানান উপজেলার হরিতলা এলাকার নির্মিত।
বাদশা কোম্পানির নির্মানাধীন একটি কোয়াটার রাজমিস্ত্রীর সহকারী হিসাবে কাজ করত মনির হোসেন। বৃহস্পতিবার সকালে কাজ করতে গিয়ে অসাবধানতা বশত ভবন থেকে মাটিতে পড়ে।
এ সময় অন্যান্য শ্রমিকরা দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। মাধবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ইকবাল হোসেন সত্যতা নিশ্চিত করেছেন।
হবিগঞ্জের মাধবপুরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাতনামা এক যুবকের মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া-সিলেট রেল ষ্টেশনের নোয়াপাড়া রেল ষ্টেশনে অর্ধ কিলোমিটার উত্তর দিকে এ ঘটনা ঘটে। এর সত্যতা নিশ্চিত করে শায়েস্তগঞ্জ রেল ফাঁড়ির ইনচার্জ এস আই হুমায়ূন কবির জানান, উলেখিত স্থানে যুবকের ক্ষত বিক্ষত মরদেহ স্থানীয় লোকজন।
পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ধারণা করা হচ্ছে সিলেট থেকে ছেড়ে আসা ঢাকাগামী আন্তঃনগর কালনী ট্রেনের নিচে কাটা পড়ে তার মৃত্যু হয়েছে। তার নাম ও পরিচয় জানতে পুলিশ বিভিন্ন স্থানে বার্তা প্রেরণ করেছে।