ময়মনসিংহের গফরগাঁওয়ে পারিবারিক ঝগড়ার জের ধরে আত্মহত্যার উদ্দেশ্যে আন্তঃনগর তিস্তা ট্রেনের নিচে ঝাঁপ দেন রনি মিয়া(২৫)নামে এক শ্রমিক ।
আন্তঃ নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও স্টেশন ছেড়ে যাওয়ার
সময় পৌর শহরের জন্মেজয় রেলক্রসিং সংলগ্ন হেনা মসজিদের
সামনে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা আহত উদ্ধার করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার সময় তিনি মারা যান।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার যশরা ইউনিয়নের আঠারোদানা
গ্রামের মৃত আবুল কালামের ছেলে রনি মিয়া শ্রমিক হিসেবে কাজ করেন।
বেশ কিছুদিন আগে রনি একা বিয়ে করে বাড়ি নিয়ে আসেন।
কিন্তু তাঁর বিয়ে পরিবারের লোকজন মেনে নেয়নি। এ নিয়ে পারিবারিক ঝগড়াঝাঁটি লেগেই থাকত। ঝগড়ায় অতিষ্ঠ হয়ে আজ
শনিবার সকাল ১০টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা আন্ত নগর তিস্তা এক্সপ্রেস ট্রেন গফরগাঁও যাত্রাবিরতির পর ছেড়ে যাওয়ার
সময় হেনা মসজিদের সামনে ট্রেনের নিচে ঝাঁপ দেন। কিন্তু ট্রেনের
ধাক্কায় ছিটকে পড়লেও রনির এক পা উড়ুর নিচে ও অপর পা হাঁটুর নিচে বিচ্ছিন্ন হয়ে যায়।
খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দিয়ে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রনি।