December 7, 2023, 10:33 am
শিরোনাম:
বানিয়াচংয়ে অতিথি পাখী ও বন্যপ্রাণী শিকার রোধে প্রচারাভিযান ঝালকাঠি ১ আসনে আওয়ামী লীগের সতন্ত্র প্রার্থী মনিরের মনোনয়নপত্র দাখিল। মনোহরদীতে মনোনয়নপত্র জমা দিলেন শিল্পমন্ত্রী এ্যাড. নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন কক্সবাজারে অপরাধ মানব পাচার বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত মনোহরদীতে ৭শ’ টাকার বিদ্যুত বিল ৩৩ শ’ টাকা দাবী, হয়রানিতে গ্রাহক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ মনোহরদীর ব্যস্ততম সাত কিলোমিটার পাকা রাস্তায় বিপজ্জনক ২১ গর্ত, যান চলাচলে ঝুঁকি মনোহরদীতে জাঁকজমকপূর্ণভাবে অবসরপ্রাপ্ত সার্জেন্ট কণ্যার বিয়ে সম্পন্ন আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয় ক্ষমতায় আসার পর দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক উন্নয়ন হয়েছে : এমপি মজিদ খান মনোহরদীতে বাজপাখির হামলায় আহত ছয়জন

মাধবপুরে ইউএনও’র বাসায় নিরাপত্তা,ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদন্ড,বৃদ্ধের লাশ উদ্ধার।

লিটন পাঠান, হবিগঞ্জ জেলা প্রতিনিধি
  • আপডেটের সময় : সোমবার, সেপ্টেম্বর ৭, ২০২০
  • 579 দেখুন

হবিগঞ্জের মাধবপুরে পারিবারিক কলহের জের ধরে আব্দুল জহির (৬৫) নামের এক
বৃদ্ধ গাছের ডালে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। সোমবার (৭
সেপ্টেম্বর) গভীর রাতে উপজেলার চৌমুহনী ইউনিয়নের আরিছপুর
(বাড়ইপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা যায়, পারিবারিক কলহের
কারণে আব্দুল জাহের মিয়া রোববার দিবাগত গভীর রাতে বাড়ির পাশে একটি
আকাশি গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। সে
উপজেলার আরিছপুর (বাড়ইপাড়া) গ্রামের মৃত আব্দুল শুক্কুরের ছেলে।

সোমবার সকালে খবর পেয়ে কাশিমনগর পুলিশ ফাঁড়ির এসআই আতিকুর
রহমান ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্যে মর্গে পাঠান।
এসআই আতিকুর রহমান জানান, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে
পাঠিয়েছি।

বৃদ্ধের আত্মহত্যার কারণ অনুসন্ধান করা হচ্ছে। তবে
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পারিবারিক ঝামেলার কারণে আত্মহত্যা
করেছে। তবে আমরা তদন্ত করছি। বিস্তারিত এখনই বলা সম্ভব না। মাধবপুর
থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত
করেছেন।

মাধবপুরে ইউএনও’র বাসায় নিরাপত্তা জোরদার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা
খানমের ওপর সন্ত্রাসী হামলার পর দেশের সব উপজেলায় সরকারের মাঠ প্রশাসনের
কর্মকর্তা ইউএনওদের নিরাপত্তায় উদ্যোগী হয়েছেন সরকার।

এরই প্রেক্ষিতে সারা দেশের ন্যায় হবিগঞ্জের মাধবপুর ও উপজেলার প্রধান প্রশাসনিক
কর্মকর্তা (ইউএনও) তাশনূভা নাসতারান এর সার্বক্ষণিক নিরাপত্তা ব্যবস্থা
জোরদার করণে তাঁর সরকারি বাসভবনে সশস্ত্র আনসারের ৪ জন সদস্য দায়িত্ব
শুরু করেছেন।

মাধবপুর উপজেলা আনসার ভিডিপি কার্যালয়ের উপজেলা
কর্মকর্তা শুভাশীষ চক্রবর্তী জানান, ৪ সেপ্টেম্বর শুক্রবার থেকে মাধবপুর
ইউএনও মহোদয়ের নিরাপত্তায় বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর
মহাপরিচালক মহোদয়ের নির্দেশে ও সিলেট রেঞ্জ পরিচালক মহোদয়ের
তত্ত্বাবধানে হবিগঞ্জ জেলার জেলা কমান্ড্যান্ট মোহাম্মদ সাখাওয়াত হোসেন
৪ জন সশস্ত্র আনসার সদস্যকে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান জানান, শুক্রবার রাত থেকে আনসার
সদস্যরা তার বাসভবনের সামনে সার্বক্ষণিক নিরাপত্তার জন্য নিয়োজিত
রয়েছেন।

মাধবপুরে মাদক পাচারকারীকে ভ্রাম্যমাণ আদালতের ৩ মাসের কারাদন্ড

হবিগঞ্জের মাধবপুরে এক মাদক পাচারকারীকে ৩ মাসের কারাদন্ড দিয়েছে
ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা সহকারী কমিশনার
(ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করে। কাশিমনগর পুলিশ ফাঁড়ির
এএসআই গোলাম মোস্তফা সহ একদল পুলিশ হরষপুর রেলগেইট এলাকায় সকাল
সাড়ে ৮ ঘটিকার সময় অভিযান চালিয়ে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ

ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার চম্পকনগর গ্রামের মৃত আব্দুল
হক এর ছেলে মোঃ মনির মিয়া (২০) কে আটক করে। পরে উপজেলা সহকারী
কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আয়েশা আক্তার ভ্রাম্যমাণ
আদালত বসিয়ে মাদক পাচারকারীকে ৩ মাসের কারাদন্ড প্রদান করে জেল
হাজতে প্রেরণ করেন।

শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

https://bd24news.com © All rights reserved © 2022

Design & Develop BY Coder Boss
themesba-lates1749691102