প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৪:৩৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২০, ১২:৫২ অপরাহ্ণ
দহগ্রাম তদন্ত কেন্দ্রে বৃক্ষরোপণ কর্মসূচী।
মুজিব বর্ষে জম্নশত বার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী উদ্ধোধন করেন দহগ্রাম তদন্ত কেন্দ্রীয় ইনসার্চ মোঃ মোজাম্মেল হক।
প্রাকৃতিক সৌন্দর্য্যের সবচেয়ে গুরুত্বপূর্ন উপাদান হচ্ছে এই বৃক্ষ।
অথচ স্রষ্টা প্রদত্ত মানবজাতির এই বিশাল উপহার মানুষেরই অবহেলায় হারাতে বসেছে। দিন দিন কমে যাচ্ছে গাছপালার পরিমান। হারাতে বসেছে পৃথিবীর স্বাভাবিক সৌন্দর্য্য। এমনকি এর অভাবে আমাদের পৃথিবীর অস্তিত্ব এখন হুমকির সম্মুখিন।
সম্ভবত আমাদের দেয়ালে পিঠ ঠেকে যাওয়া থেকেই আমরা বৃক্ষরোপনে আগ্রহ বাড়ছে। দিনে দিনে এতে সম্পৃক্ত হচ্ছে সরকারী-বেসরকারী বিভিন্ন প্রতিষ্ঠান। তবুও প্রয়োজন এবং চাহিদার কথা বিবেচনা করলে এটা কিছুই না।
তাই মুজিব বর্ষে জম্নশত বার্ষিকীতে বৃক্ষ চারা রোপণ কর্মসূচি করার লক্ষে কাজ করে যাচ্ছেন দহগ্রাম কেন্দ্রের তদন্ত ইনসার্চ মোঃ মোজাম্মেল হক,এএসআই মাইদুল ইসলাম, কন্সটেবল মিঠুন ও প্রমুখ।
https://bd24news.com