রাবি প্রতিনিধিঃ আব্দুল লতিব সম্রাটকে আহ্বায়ক ও মোঃআলাউদ্দিনকে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করেছে সাইকোলজি স্টুডেন্ট এসোসিয়েশন। সোমবার(৩১শে আগস্ট)এক ভার্চুয়াল সভায় প্রতিষ্ঠাতা পরিষদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে আহ্বায়ক নির্বাচনের মাধ্যমে কমিটি ঘোষণা করে সংগঠনটি।
রবিবার(৬ই সেপ্টেম্বর) একই বিভাগের শিক্ষার্থী মো: আলাউদ্দিন কে সদস্য সচিব ও মিম মারিহা মৃধা কে কোষাধ্যক্ষ করা হয়। এছাড়াও দেশের বিভিন্ন ক্যাম্পাস প্রতিনিধিদের নিয়ে আগামী এক বছরের জন্য ৭১ সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটির অনুমোদন দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক, সাইকোলজি স্টুডেন্ট এসোসিয়েশনের(PSA) উপদেষ্টা পরিষদ সদস্য ও প্রধান নির্বাচন কমিশনার তানজির আহমেদ তুষার।
সংগঠনের অন্যান্য সদস্যবৃন্দ হলেন- কাওসার হোসেন, প্রিতম জাহিদ, আলামিন প্রধান,রাজেশ বিশ্বাস,সালমান রশিদ শান্ত, আল ইমরান, শাকিল খান, রাফিউর রহমান,যারীন তাসনিম, জিনাত ইমু,সানজিদা মেহরীন,ইফফাত শমী, মোহাম্মদ আবির সহ আরো অনেকে।
‘Ensuring mental health care by enriching ourselves’ স্লোগানকে সামনে রেখে গত বছর ১২ই থেকে মার্চ যাত্রা শুরু করে অলাভজনক এই সংগঠনটি। দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোবিজ্ঞান বিষয়ে প্রশিক্ষিত করে মানবতার সেবায় নিয়জিত করাই এই সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য।
জানতে চাইলে সংগঠনের প্রতিষ্ঠাকালীন সদস্য ও নব নির্বাচিত আহ্বায়ক আব্দুল লতিব সম্রাট বলেন, আমাকে সংগঠনের আহ্বায়ক নির্বাচিত করাই সকলের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সংগঠনকে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌছাতে আমি সর্বদা আমার মেধা, শ্রম ও কর্মপ্রচেষ্টার অব্যহত রাখব। তার জন্য সকলের একান্ত সহযোগিতা কামনা করছি। সকলের যৌথ প্রচেষ্টায় দ্রুতই কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের আশাবাদ ব্যক্ত করেন তিনি।