প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৩:২৭ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ৭, ২০২০, ১২:৫৫ পূর্বাহ্ণ
হবিগঞ্জে বাসের সাথে মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১ ও করোনায় আইনজীবীর মৃত্যু।
হবিগঞ্জ শায়েস্তাগঞ্জ সড়কের ধুলিয়া খালে বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোশাহিদ মিয়া নামে (৩৬) এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
আজ রোববার( ৬ সেপ্টেম্বর ) বেলা সাড়ে ১২টার দিকে ধুলিয়াখাল তেমুনিয়া এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে নিহত। মোশাহিদ মিয়া সদর উপজেলার সৈয়দপুর গ্রামের ফারুক মিয়ার ছেলে।
সে হবিগঞ্জ চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নৈশ প্রহরি হিসেবে কর্মরত ছিল। স্থানীয় সূত্রে জানা যায়- বেলা সাড়ে ১১টার দিকে হবিগঞ্জ থেকে শায়েস্তাগঞ্জের উদ্দেশ্যে মোটরসাইকল যোগে রওনা দেন মোশাহিদ মিয়া।
পথিমধ্যে ধুলিয়াখাল এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জ-সিলেট বিরতীহিনের একটি যাত্রীবাহি বাসের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়,এতে ঘটনাস্থলেই মোশাহিদ মিয়া নিহত হন
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুক আলী বলেন- খবর পেয়ে পুলিশ নিয়ে ঘটনরাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।
আইনজীবীর মৃত্যু। হবিগঞ্জে করোনায় আক্রান্ত হয়ে সিনিয়র আইনজীবী এ্যাডভোকেট মো. নজরুল ইসলাম (৫৭) মৃত্যুবরণ করেছেন রোববার(৬সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় তিনি মারা যান মৃতের পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় এক সপ্তাহ আগে এ্যাডভোকেট মোঃ নজরুল ইসলামের করোনা পজিটিভ হয়।
এরপর তাকে ঢাকার মুগদা হাসপাতালে ভর্তি করা হয় অবস্থা আশংকাজনক।
হওয়ায় পরে তাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইসিইউতে স্থানান্তর করা হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তিনি মারা যান। এদিকে সিনিয়র আইনজীবী মোঃ নজরুল ইসলামের মৃত্যুতে হবিগঞ্জে শোকের ছায়া নেমে আসে। জেলা আইনজীবী সমিতির অত্যন্ত জনপ্রিয় ব্যক্তিত্ব ছিলেন তিনি। হবিগঞ্জ আইনজীবী সমিতিতে বিভিন্ন সময় নানা দায়িত্ব পালন করেছেন তিনি।
হবিগঞ্জ আইনজীবি সমিতির সাধারণ সম্পাদক এ্যাডভোকেট রুহুল হাসান শরীফ জানান, মোঃ নজরুল ইসলামের মৃত্যুতে রোববার কোর্টের স্বাভাবিক কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়েছে। সন্ধ্যা ৭টায় জজ কোর্ট প্রাঙ্গনে মৃতের জানাযার নামাজ অনুষ্ঠিত হবে। পরে ওই আইনজীবীর নিজ বাড়ি নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জে করোনা বিধি অনুযায়ী মৃতের মরদেহ দাফন করা হবে বলেও জানান তিনি।
https://bd24news.com