ফরিদপুরের নগরকান্দা উপজেলার চরযশোরদী ইউনিয়নের বড় শ্রীবরদী গ্রামে সাপের কামুড়ে দুই সন্তানের জননী সিমা বেগম (২৬)মঙ্গলবার বেলা দুইটার সময় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায়। সে বড় শ্রীবরদী গ্রামের জাকির মাতুব্বরের স্ত্রী।
সকাল সাড়ে এগারোটার সময় দুপুরের রান্না করার জন্য ঘরে ফ্রীজে রাখা মাছ আনার সময় ইদুরের গর্থে পা ঢুকে যায় এবং বিষাক্ত সাপের কামুড় দেয় বলে নিহতের বাড়ির লোকজন জানান। প্রথমে এলাকার ওজা দিয়ে বিষ নামাতে চেস্টা চালায়।
বিষ নামাতে ওজা বের্থ হলে সাপেকাটা রুগীকে নিয়ে নগরকান্দা উপজেলা স্বাস্হ্য কম্প্লেক্সে নিলে সেখানে সাপের কামুড়ে বিষাক্ত রুগীর ঔষধ. (ইন্জেকশন)না থাকায় রুগীকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসকরা রেফার কারে।
হাসপাতালে নেয়ার পথে মারা যায় সিমা বেগম। নিহত সীমা বেগমের এক ছেলে এক মেয়ে রয়েছে। তাহাকে পারিবারিকভাবে দাফন সম্পন্ন করা হয়। সিমা বেগম বিষাক্ত সাপের কামড়ের মৃত্যুতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী বলেন নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যদি বিষাক্ত সাপের ইনজেকশন থাকতো তাহলে এভাবে সিমা বেগম এর মৃত্যু হইতোনা, তাই আমাদের দাবি নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সবসময় বিষাক্ত সাপের কাটা ইনজেকশন রাখার ব্যাবস্তা করার জন্য সরকারের কাছে জোরদাবী জানান এলাকাবাসী।
নগরকান্দা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত ডাক্তার ফরাদ বলেন আমাদের হাসপাতালে সাপের কোন ইন্জেকশন না থাকায় রোগীকে ফরিদপুর রেফাট করি।