সময় পরিস্থিতি ভালো না বলেই শুটিংয়ে বিলম্ব হচ্ছে। তবে চলতি মাসেই শুরু হচ্ছে নাও ছবির শুটিং, এমনটাই জানিয়েছেন চলচ্চিত্র পরিচালক রুবেল মাহমুদ। নাও ছবিতে অভিষেক হচ্ছে নবাগত নায়ক দিগন্ত এর।
এর আগে দিগন্ত ছিল নিয়মিত থিয়েটার শিল্পী। বাংলাদেশ জাতীয় শিল্পকলা একাডেমীর ডিজি শ্রদ্ধেয় লিয়াকত আলী লাকী এর থিয়েটারের একজন নিয়মিত অভিনয় শিল্পী হিসেবে দেশের বাহিরেও সফর করেছেন দিগন্ত।
কিশোর রাব্বানী পরিচালিত “মিয়া ভাই” এর ট্রেইলার রিলিজ হলো।
অভিনয় করেছেন বেশ কিছু নাটক ও টেলিফিল্মে। এবং রুবেল মাহমুদ এর ভেজাল পুর সিরিয়াল ও চেতনায় একাত্তর টেলিছবিতে অভিনয় করে শুনাম কুড়িয়েছেন। দিগন্ত জানান রুবেল মাহমুদ স্যার অসাধারণ একজন মানুষ, ভালো একজন লেখক ও নির্মাতা, তার প্রতি আমি কৃতজ্ঞ নাও এর মতো একটি গল্পে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে আমাকে সুযোগ দেওয়ার জন্য।
আমি আমার সবটা উজার করে চেষ্টা করবো আমার চরিত্র ফুটিয়ে তুলতে। পরিচালক নাও প্রসঙ্গে বলেন: আমাদের ইন্ডাস্ট্রি যখন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিলো ঠিক তখনই করোনার নিচে চাপা পড়ে যায় সিনেমা অঙ্গন। এখন আবার অনেক ছবি নির্মাণ শুরু হচ্ছে, অনেকেই ফিরেছেন নির্মাণে।
নাও ছবি এবং নবাগত নায়ক প্রসঙ্গে একটি কথাই বলতে চাই, নাও গল্পে নায়ক নয় একজন অভিনয়শিল্পী প্রয়োজন, আমি গত ১১ মাস ধরে দিগন্ত কে নাও এর মাঝি হিসেবে নিজের মনের মতো করে তৈরি করেছি। এবং আমি আশাবাদী ভবিষ্যতে ভালো করবে দিগন্ত।
এই ছবিতে থাকছেন ফজলুর রহমান বাবু, রেহানা জলি, ছাড়া আরো অনেকে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসেই শুরু করবো শুটিং, নায়িকা হিসেবে এখন পর্যন্ত রাবিনা বৃষ্টি থাকার কথা রয়েছে।