প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ১৭, ২০২০, ১০:৩৪ অপরাহ্ণ
মেসে অবস্থানরত রাবি শিক্ষার্থীদের সাথে সাক্ষাৎ করলেন প্রক্টরিয়াল বডি।
মেসে অবস্থানরত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের সাথে সাক্ষাতে খোঁজ খবর নিলেন বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি।বৃহস্পতিবার(১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী মীর্জাপুর ও ধরমপুরের মেসে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে এ সাক্ষাৎ করেন তারা।
জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও প্রক্টর( অতিরিক্ত দায়িত্ব প্রাপ্ত) প্রফেসর ড লুৎফর রহমান বলেন, করোনায় ঘরবন্দী থাকতে থাকতে শিক্ষার্থীরা মানুষিক ভাবে বিপর্যস্ত হয়ে পরেছে। তাই অনেক শিক্ষার্থীকে বাড়ি থেকে মেসে আসতে দেখা গেছে।
আবার অনেকে এখানেই পড়াশোনা চালিয়ে যাচ্ছে বলে জানা গেছে। তাই করোনার এই ক্রান্তি লগ্নে তারা কিভাবে সেখানে অবস্থান করছে এবং তারা কোন সমস্যার সম্মুখীন হচ্ছে কি না। এই সার্বিক বিষয়ে খোঁজ খবর নিতেই মূলত আমাদের এখনে আসা।
কিন্তু বৈরী আবহাওয়ার কারণে আজ অনেক শিক্ষার্থী সাক্ষাৎ করতে সক্ষম হয়নি। তবে আমাদের এই সাক্ষাৎ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
https://bd24news.com