প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৪, ২০২৪, ৫:২৮ এ.এম || প্রকাশের তারিখঃ সেপ্টেম্বর ২০, ২০২০, ১০:১৩ অপরাহ্ণ
মাধবপুরে অবৈধ ভাবে দেবোত্তর সম্পত্তি বিক্রির অভিযোগ।
হবিগঞ্জের মাধবপুরে এক প্রভাবশালীর বিরুদ্ধে অবৈধ ভাবে দেবোত্তর সম্পত্তি বিক্রি করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ সুত্রে জানা যায়, বুল্লা গ্রামের বাসন্তি দেবীর পুজা ও মন্দিরের জায়গা জমি রক্ষনা বেক্ষন করার জন্য ওই গ্রামের মৃত আনন্দ মোহন রায়ের ছেলে অমরেন্দ্র রায় কে সেবায়েত করা হয়।
সম্প্রতি অমরেন্দ্র রায় বাসন্তী দেবীর নামে দেবোত্তর সম্পত্তি থেকে ৩১ শতক ভুমি একই গ্রামের আবু শ্যাম ও একই গ্রামের ধনু মিয়ার নিকট ৫৫ শতক ভুমি বিক্রি করেন।
অমরেন্দ্র রায় সেবায়েতের সুযোগ নিয়ে বাসন্তী দেবীর বিগ্রহের দেবোত্তর সম্পত্তি অবৈধভাবে বিক্রি করে টাকা আত্মসাত করেন। এ ব্যাপারে তার ছোট ভাই মৃত প্রেমতোষ রায়ের ছেলে পরিমল রায় হবিগঞ্জ জেলা প্রশাসকের নিকট গত ১৬ সেপ্টেম্বর একটি লিখিত অভিযোগ করেন।
যার অনুলিপি মাধবপুর উপজেলা নিবার্হী কর্মকর্তা সহকারী কমিশনার (ভুমি) কে দেওয়া হয় এ বিষয়ে অমরেন্দ্র রায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি।
অভিযোগ অস্বীকার করে বলেন নাসিরনগরের হামলার সময় বুল্লার বাসন্তি মন্দিরে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে মন্দির টি সংস্কার করার জন্য জায়গা বিক্রি করা হচ্ছে।
মাধবপুর উপজেলার সহকারী কমিশনার(ভুমি) আয়েশা আক্তার জানান, ডিসি স্যারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন যার অনুলিপি আমাকে দেওয়া হয়েছে স্যার ব্যবস্থা নিবার অনুমতি দিলে ব্যবস্থা নেওয়া হবে।
https://bd24news.com