মৃত্যু দন্ড প্রাপ্ত আসামী আব্দুল করিম একই এলাকার কাছুয়া মাহমুদের ছেলে মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে কুড়িগ্রাম জেলা ও দায়রা জাজ মোঃ আব্দুল মান্নান মামলায় দীর্ঘ শুনানি ও ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণের পর এ রায় ঘোষণা করেন।
জানা গেছে, ২০১১ সালের ২০ ফেব্রুয়ারি কুড়িগ্রাম শহরের ভেলাকোপা এলাকার আবেদ আলীর পুত্র আদম আলীর সাথে একই এলাকার কাচুয়া মামুদের ছেলে আব্দুল করিমের (৩৫) কাঠ মিস্ত্রির মজুরির টাকা নিয়ে বিবাদ হয়। একপর্যায়ে আব্দুল করিম বাটাল দিয়ে আদম আলীর পেট চিরে ফেলে।
স্থানীয়রা এসে গুরুতর আহত আদম আলীকে উদ্ধার করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়। ঘটনার পরদিন আদম আলীর পিতা বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় মামলা দায়ের করেন।
বাদী পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট এস এম আব্রাহাম লিংকন ও আসামি পক্ষে অ্যাডভোকেট রুহুল আমিন।