মৌলভীবাজারে বাংলাদেশ বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর কর্মচারী পরিষদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ মিলনায়তনে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
কমিটির ক্রীড়া সম্পাদক ও কেন্দ্রীয় কমিটির আহবায়ক মোঃ আবু বক্কর এর সভাপতিত্বে এবং মোহাম্মদ জসিম উদ্দিন মোহাম্মদ শাহজাহান মিয়ার সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজ গভর্নিং বডির সভাপতি মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান,
সৈয়দ শাহ মোস্তফা কলেজের অধ্যক্ষ মোঃ মুশফিকুর রহমান, কাশিনাথ আলাউদ্দিন হাই স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ কামাল হোসেন, মৌলভীবাজার টাউন কামিল মাদরাসার উপাধক্ষ্য মাওলানা আমিনুল ইসলাম, হাফিজা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশেদা বেগম, কাশিনাথ আলাউদ্দিন স্কুল এন্ড কলেজের সিনিয়র শিক্ষক লক্ষী কান্ত দেব।
এছাড়াও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি গোলাম মোস্তফা ভুইয়া,জেলা কমিটির সহ-সভাপতি কার্তিক সরকার, সাংগঠনিক সম্পাদক মোঃ নুরুজ্জামান প্রচার সম্পাদক তোফাজ্জল হক।