১০ দিন ধরে স্বামীকে খুঁজে বেড়াচ্ছেন স্ত্রী ফরিদা।
এইচ এম রাকিবুল ইসলাম,কলাপাড়া ( পটুয়াখালী ) প্রতিনিধি
আপডেটের সময় :
মঙ্গলবার, সেপ্টেম্বর ২৯, ২০২০
252 দেখুন
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার নীলগঞ্জ আবাসন প্রকল্পের অটোচালক গত ১০ দিন ধরে নিখোঁজ। পায়ে হেঁটে হেঁটে স্বামীকে খুজে বেড়াচ্ছি।
জানা গেছে, সিলেট বিভাগের শাবায়েদ বেপারীর কামালের সাথে এক অসহায় ভূমিহীন নারী ফরিদা বেগমের আট বছর আগে বিয়ে হয়। অটো চালিয়ে সংসার চলত তাদের।হঠাৎ করে অটো চালাচ্ছি কি স্বামী নিখোঁজ হয়।
তার সন্ধান পেলে তার স্ত্রীর মোবাইলে যোগাযোগ করুন-০১৭৩৯৫৭৮২৯৪।