মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী কুরমা চা বাগানে গলায় ফাঁস দিয়ে কলেজ ছাত্রী আত্মহত্যা করেছে। আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।
জানা যায়, উপজেলার ইসলামপুর ইউনিয়নের সীমান্তবর্তী কুরমা চা বাগানের অফিস লাইন এলাকার মৃত হরিদাস পালের স্ত্রী ২৯ সেপ্টেম্বর মঙ্গলবার সকালে তার কলেজ পড়ুয়া মেয়ে (মুন্নী পাল (২২) কে বাড়ীতে একা রেখে ভানুগাছ বাজারে ব্যাংকে আসেন বয়স্ক ভাতা উত্তোলন করার জন্য।
বিকাল সাড়ে ৩টায় বাড়ীতে ফিরে মেয়েকে ডাকাডাকি করে পাননি। এক পর্যায়ে রান্ন ঘরে প্রবেশ করে মেয়ে মাঠিতে পড়ে থাকতে দেখেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে মেয়েকে রান্না ঘরের তীরে লাইলনের রশিতে বাঁধা দেখতে পান।
পরে কলগঞ্জ থানাকে অবহিত করলে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করে লাশ উদ্ধার করে ময়না তদন্তের মৌলভীবাজার মর্গে প্রেরণ করেন।
কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) সুধীন চন্দ্র দাশ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার পর পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।