মৌলভীবাজার সদর ও রাজনগরে মাদকদ্রব্য, তামাকজাত পণ্য এবং অত্যাবশ্যকীয় পণ্যের বিপণন নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক মীর নাহিদ আহমদ এর সদয় নির্দেশনা এবং বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট স্যার এর সার্বিক তত্ত্বাবধানে রাজনগর উপজেলার টেংরা ইউনিয়নের দক্ষিন টেংরা এলাকায় আনুমানিক ৩.৩০ ঘটিকায় মোবাইল কোর্ট পরিচালনাকালে উপজেলা নির্বাহী অফিসার জনাব প্রিয়াংকা পাল, এমফিটামিন (ইয়াবা ট্যাবলেট-৩০ পিচ) সেবন এবং বিক্রয়ের দায়ে) আক্তার হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৯(১) ধারা লংঘনের দায়ে ৩৬ (১) সারণির ১৭ মোতাবেক ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড এবং ১০০ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অপরদিকে একই দিনে বিকেল ৪.০০ টা হতে বিকেল ৬.০০টা পর্যন্ত, মৌলভীবাজার পৌরসভা এলাকা এবং এম সাইফুর রহমান রোডে, ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন, ২০০৫ ও অত্যাবশকীয় পণ্য নিয়ন্ত্রণ আইন, ১৯৫৬ অনুযায়ী ০৭ টি মামলায় মোট ৪৮০০ টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান ও মৌসুমী আক্তার।