প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রত্যাশা পূরণের লক্ষ্যে ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে বাংলাদেশের শিক্ষকদের সবচেয়ে বড় প্লাটফর্ম “শিক্ষক বাতায়ন”এ সারাদেশের ৯ লাখ শিক্ষককে এই প্লাটফর্মে যুক্ত করতে কাজ করে যাচ্ছে এটুআই।
তারই ধারাবাহিকতায় নরসিংদী জেলার সকল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষকদের শিক্ষক বাতায়নে প্রোফাইল আপডেট ও সদস্যভুক্তির নির্দেশনা দেন নরসিংদী জেলার মান্যবর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
এই সদস্য অন্তর্ভুক্ত করণ কার্যক্রমে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় বাংলাদেশে প্রথম সবার আগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সকল শিক্ষকের শতভাগ প্রোফাইল আপডেট সম্পন্ন করা হয়।
আজ বুধবার (৩০ সেপ্টেম্বর) মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে শতভাগ প্রোফাইল আপডেট ও সদস্য অন্তর্ভুক্তি করণের ফাইল জমা প্রদান করেন উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমীক সুপার ও উপজেলার অ্যাম্বাসেডরবৃন্দ।
আশা করা যায় খুব শীগ্রই “অ্যাম্বাসেডর টিম নরসিংদী”র সার্বিক সহযোগিতায় নরসিংদী জেলার সকল শিক্ষককে বাতায়নে অন্তর্ভুক্তি করণ ও শতভাগ প্রোফাইল আপডেট সম্পন্ন হবে।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাফিয়া আক্তার শিমু ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, মনোহরদী উপজেলার শিক্ষকগণের আন্তরিক সহযোগীতায় এই কাজটি দ্রুত সম্পন্ন করা সম্ভব হয়েছে।
এছাড়াও নরসিংদীর জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স্যারের নির্দেশনায় এই কাজটি দ্রুত বাস্তবায়নে নিরলস প্রচেষ্টা চালিয়ে গেছেন, জেলা শিক্ষা অফিসার জনাব গৌতম চন্দ্র মিত্র, মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শাফিয়া আক্তার শিমু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. শহিদুর রহমান, উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ জলিল মিয়া ও আইসিটি ফর এডুকেশন এর নরসিংদী জেলা অ্যাম্বাসেডর (মনোহরদীর) আব্দুল কাদির মৃধা, ফাতেমা খাতুন, মো.সোহরাব উদ্দিন আহাম্মদ, সৈয়দ মুহাম্মদ জসিম উদ্দীন, মো. ইলিয়াস সরকার, কাজী মো: মহসিন, মো. মাকসুদ আলম, তৌহিদা জাহান শম্পা, মাহবুবুর রহমান সোহেল।