প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ১০:৫২ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২০, ১১:৩৩ অপরাহ্ণ
গাইবান্ধা-৩ আসনে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন ও শুকনো খাবার বিতরণ করলেন স্মৃতি এমপি।।
৩১ গাইবান্ধা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য, বাংলাদেশ কৃষক লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি এমপি সাদুল্লাপুর -পলাশবাড়ীর নির্বাচিত দুই উপজেলায় দিনব্যাপী বন্যা দুর্গত এলাকা গুলো পরিদর্শন করেন।
পহেলা অক্টোবর বৃহস্পতিবার পলাশবাড়ী এবং সাদুল্যাপুরের বন্যাকবলিত ইউনিয়ন গুলো পরিদর্শন এবং বন্যার্তদের মাঝে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ‘ত্রাণ সামগ্রী’ হিসেবে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্যাকেটকৃত শুকনো খাবার বিতরণ করা হয়।
[caption id="attachment_10338" align="aligncenter" width="300"] স্মৃতি এমপি[/caption]
এসময় গাইবান্ধা জেলার সুযোগ্য জেলা প্রশাসক আব্দুল মতিন, পলাশবাড়ী উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ, সাদুল্লাপুর উপজেলা চেয়ারম্যান শাহরিয়ার খান বিপ্লব ছাড়াও সরকারি কর্মচারী কর্মকর্তা বৃন্দ এবং আওয়ামী অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে স্মৃতি এমপি, গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিন, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব এ কে এম মোকছেদ চৌধুরী বিদ্যুৎ সহ রানৈতিক নেতাকর্মীর উপস্থিতিতে পলাশবাড়ী সরকারী কলেজ মাঠে উপজেলা যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি তাপস সরকারের সভাপতিত্বে "পলাশবাড়ী ক্রিকেট একাডেমি" আয়োজিত ক্রিকেট টুনামেন্ট এর শুভ উদ্বোধন করেন ৷
https://bd24news.com