রাজশাহী বিশ্ববিদ্যালয়ের(রাবি) আন্তর্জাতিক অর্গানাইজেশন হাল্ট প্রাইজ'র উদ্যোগে শুরু হয়েছে "কাইন্ডনেস ডায়েরি" নামক এক অন্যরকম প্রতিযোগিতা মূলক ইভেন্ট।পৃথিবীর সকল জীবের মধ্যে বিদ্যমান সহানুভূতির ও ভালবাসার বন্ধনকে সবার সামনে তুলে ধরতে এবং ভালো কাজে উৎসাহ দিতেই মূলত এই ইভেন্টের আয়োজন করেছে সংগঠনটি।
সোমবার(২৯ শে সেপ্টেম্বর) রাজশাহী বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজ অরগানাইজেশানের উদ্যোগে অফিশিয়ালি ইভেন্টটির উদ্বোধন করা হয়েছে। ইভেন্টটি চলবে আগামী ৭ই অক্টোবর পর্যন্ত। ইভেন্টের বিস্তারিত পাওয়া যাবে রাজশাহী বিশ্ববিদ্যালয় হাল্ট প্রাইজের অফিশিয়াল ফেসবুক পেইজের "কাইন্ডনেস ডায়েরি" নামক ইভেন্টে।
'কাইন্ডনেস ডায়েরি' এমন একটি ইভেন্ট। যার প্রতি পাতায় পাতায় থাকবে অসাধারণ সব গল্প। যেখানে আমাদের নিজেদের জীবনের গল্প এবং আশেপাশেরদ ঘটে যাওয়া ভালোবাসা, সম্প্রীতি, সৌহার্দ্য, সহযোগিতা ও জীবপ্রেমের অনন্য নজির স্থাপন করেছে এমন সব গল্প সকলের মাঝে তুলে ধরা হবে। যেটা সবার মাঝে ভালোবাসা ও সহযোগিতার বার্তা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে সমাজকে ইতিবাচক পরিবর্তনের দিকে প্রভাবিত করবে।
'কাইন্ডনেস ডায়েরি' নামক ফেসবুক ইভেন্টটিতে যে কেউ তাদের গল্প পাঠাতে পারবেন। মানুষকে ভালো কাজে উৎসাহ দিবে এমন যেকোনো গল্প সেটা হতে পারে হাতে লেখা, অডিও, ভিডিও, ফিল্মমেকিং, ফটোগ্রাফি, স্কেচ, মোশন গ্রাফিক্স কিংবা চিত্রাঙ্কন।এক্ষেত্রে তেমন কোনো বাধাধরা নিয়ম নেই।
এই প্রতিযোগিতামূলক ইভেন্টে প্রাতিষ্ঠানিক পর্যায়ের জন্য থাকবে প্রাইমারি, হাইস্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় এই চারটি আলাদা বিভাগ৷ প্রত্যেক বিভাগ থেকে সবচেয়ে অসাধারণ গল্পের জন্য একজনকে বিজয়ী নির্বাচিত করা হবে। সংগঠনের পক্ষ থেকে বিজয়ীদের জন্য থাকছে 'নগদ টাকা' ও 'অ্যাপ্রেসিয়েশন সার্টিফিকেট'। এছাড়াও উৎসাহস্বরূপ সকল অংশগ্রহণকারীদের 'অ্যাপ্রেসিয়েশন সার্টিফিকেট' প্রদান করা হবে।
এই বিষয়ে সংগঠনের ক্যাম্পাস ডিরেক্টর সুমাইয়া নাজনীন বলেন,"আমরা দেশের সর্ব স্তরের শিক্ষার্থীদের মাঝে মানবিকতা ছড়িয়ে দেয়ায় উৎসাহিত দিতে চাই। এ জন্যই আমরা প্রতিযোগিতাটি দেশব্যাপী উন্মুক্ত করে দিয়েছি।প্রতিযোগিতাটির মূল উদ্দেশ্য মানবিক মূল্যবোধকে ছড়িয়ে দেওয়া এবং সকল স্তরের মানুষকে সমাজ সেবায় এগিয়ে আসতে উদ্বুদ্ধ করা।
উল্লেখ্য, ২০০৯ সালে প্রতিষ্ঠিত হয় শিক্ষার্থীদের 'নোবেল পুরষ্কার' খ্যাত আন্তর্জাতিক হাল্ট প্রাইজ অর্গানাইজেশান।সংগঠনটি একটি বার্ষিক ও দীর্ঘ প্রতিযোগিতা যা খাদ্য সুরক্ষা, পানির নিরাপত্তা জ্বালানি এবং শিক্ষার মতো বিষয়গুলিতে সামাজিক সমস্যা সমাধানের চ্যালেঞ্জ জানানোর পরে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের কাছ থেকে সমাধান নিয়ে আসে।হাল্ট প্রাইজ অর্গানাইজেশান প্রতিষ্ঠিত হয়েছে। এইবছর হাল্ট প্রাইজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চতুর্থ বারের মত আয়োজিত হতে যাচ্ছে।