শনিবার রাতে বিদেশি সাবানসহ তাকে গ্রেপ্তার করা হয় বলে রোববার বিকেলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
র্যাব জানায়, শম্ভুগঞ্জ টোল প্লাজা সংলগ্ন এলাকা থেকে মো. মুশফিকুর রহমান খান ওরফে মোশারফকে (৪০) গ্রেপ্তার করা হয়। তিনি নেত্রকোনার মোহনগঞ্জের দৌলতপুর গ্রামের আলী আহম্মদ খানের ছেলে। এ সময় তার কাছ থেকে দুইটি পাটের বস্তা ও একটি প্লাস্টিকের বস্তার মধ্যে রাখা ১ হাজার ৪৯০পিস ভারতীয় সাবান উদ্ধার করা হয়।
মুশফিকুর রহমান খান দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজের কাছে রেখে বিক্রি করছিলেন।
র্যাব-১৪ মিডিয়া অফিসার সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) জোনাঈদ আফ্রাদ জানান, অবৈধভাবে চোরাই পথে বিদেশি পণ্য শুল্ক ফাঁকি দিয়ে বাংলাদেশে এনে নিজ হেফাজতে রেখে বিক্রি করে আসছিলেন ওই ব্যক্তি। বিষয়টি নিয়ে কোতোয়ালী মডেল থানায় মামলা করা হয়েছে