কুড়িগ্রামে আইনজীবী সমিতি ভবনের সামনে আইনজীবীর পোষাক পরিহিত ও ভুয়া ভিজিটিং কার্ডধারী মতিয়ার শেখ (৪৮) নামে এক ভুয়া আইনজীবীকে গ্রেফতার করা হয়েছে।
রবিবার(১১ইঅক্টোবর)দুপুর আড়াইটায় মতিয়ার শেখ মোয়াক্কেলসহ আইনজীবী সমিতির সামনে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ মনে হলে অনান্য আইনজীবীরা পরিচয় জানতে চায় । এসময় তার কাছে বেশ কয়েকটি ভুয়া ভিজিটিং কার্ড ও আইন মহাবিদ্যালয়ের ফাঁকা তিন খন্ড রশিদ পাওয়া যায়।
জানা যায়, মতিয়ার রহমান দীর্ঘদিন যাবৎ আইনজীবী সেজে সুকৌশলে মোয়াক্কেলদের প্রতারণা করে আসছে। প্রতারক মতিয়ার রহমান শেখ বাংলাদেশ বার কাউন্সিল কর্তৃক তালিকাভুক্ত কোন আইনজীবী নয়। এমনকি তিনি কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতিরও কোন সদস্য না।
এ ঘটনায় কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহ. ফকরুল ইসলাম বাদী হয়ে কুড়িগ্রাম সদর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ প্রতারক মতিয়ার রহমানকে আটক করে কুড়িগ্রাম সদর থানায় নিয়ে যায়।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ মাহফুজার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,কুড়িগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহ. ফকরুল ইসলাম নিজে বাদি হয়ে একটি এজাহার দাখিল করেছেন। আসামিকে বিজ্ঞ আদালতে তোলার ব্যাপারে প্রক্রিয়া চলছে।