প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৩, ২০২৪, ৯:০৭ পি.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১১, ২০২০, ১২:৩৫ পূর্বাহ্ণ
ধর্ষণ বিরোধী পদযাত্রায় রাবি শিক্ষার্থীরা।
দেশে চলমান ধর্ষণের বিরুদ্ধে চারটি প্রতিপাদ্য নিয়ে প্ল্যাকার্ড হাতে কিশোরগঞ্জ হতে ঢাকা অভিমুখে ১০০ কিলোমিটার পদযাত্রা শুরু করছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) চার শিক্ষার্থী। শনিবার (১০ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জ সদরে মানববন্ধন শেষে তাঁরা এই পদযাত্রা শুরু করেছেন।
ধর্ষণের বিরুদ্ধে এই পদযাত্রার প্রতিপাদ্যগুলো হল, 'ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত', 'ধর্ষণের জন্যে পোষাক দায়ী নয়; ধর্ষক পুরুষ জাতির কলঙ্ক এবং 'ধর্ষণের জন্যে বিকৃত মানসিকতা ও বিচারহীনতার সংস্কৃতি দায়ী।'
পদযাত্রায় অংশ নেয়া শিক্ষার্থীরা হলেন বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষার্থী বিডি রায়হান, দর্শন বিভাগের শিক্ষার্থী ইফতিখার আলম আনন্দ, ম্যাটেরিয়ালস সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী
সাকলাইন উচ্ছাস এবং সংগীত বিভাগের শিক্ষার্থী আশফাক অনিক।
ধর্ষণ বিরোধী এই পদযাত্রার বিষয়ে জানতে চাইলে ইফতিখার আলম আনন্দ বলেন, 'দেশে প্রতিনিয়ত ধর্ষণ বেড়ে যাওয়ায় দেশের একজন সচেতন নাগরিক ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে প্রতিবাদ স্বরূপ আমরা চারজন মিলে কিশােরগঞ্জ থেকে ঢাকা পর্যন্ত এই পদযাত্রা শুরু করেছি। পায়ে হেটে আমরা কিশােরগঞ্জ সদর থেকে কাপাসিয়া রাজেন্দ্রপুর, টংঙ্গি হয়ে ঢাকায় ঢুকবো।'
তিনি বলেন, 'ধর্ষণের একমাত্র কারন ধর্ষক। আমরা দেখেছি ধর্ষনের পর বিভিন্ন মহল ধর্ষণের কারন হিসেবে বিভিন্ন জিনিস উত্থাপন করেন। যারা এটা করতে চায় তাঁরা আসলে ধর্ষণকে নরমালাইজড করার চেষ্টা করে। ভিক্টিম ব্লেমিং করে। কিন্তু আমরা মনে করি ধর্ষণের পেছনে কোনো প্রভাবক দায়ী নয়, ধর্ষণের দায় একমাত্র ধর্ষণকারীর। ধর্ষণকে নর্মালাইজ করা যাবে না। কনসেন্টও 'হ্যাঁ মানে হ্যাঁ' 'না মানে না' ইত্যাদি বিষয়গুলি সম্পর্কে জনসাধারণকে সচেতন করার লক্ষ্যে আমরা এই পরিকল্পনাটি নিয়েছি। আমাদের হয়ত চারদিন লাগবে ঢাকায় পৌঁছাতে। এই চারদিনের পথে আমরা বিভিন্ন জায়গায় থামবো, আমাদের প্রতিপাদ্য বিষয়গুলি সম্পর্কে মানুষকে বিস্তারিত জানাবো।'
তাদের অন্য পদযাত্রী সাকলাইন উচ্ছাস বলেন, দেশে ধর্ষণের তান্ডব নীলা চলছে! শিশু, বৃদ্ধ যুবতী সকলের ইজ্জত আজ হুমকির মুখে। এমতাবস্থায় দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আর ঘরে বসে থাকতে পারি না। এই নরপশুদের সঠোর শাস্তি হওয়া উচিত। তাই ধর্ষণের প্রতিবাদে আমাদের এই পথযাত্রা। আমরা ঢাকা যেতে যতে পথেঘাটে যাকে পাব ধর্ষণের বিরুদ্ধে সচেতন করব। ঢাকাতে পৌঁছে রাজু ভাস্কর্য অভিমুখে প্ল্যাকার্ড উচিয়ে প্রতিবাদি কর্মসূচী পালন করবো। শাহবাগে ধর্ষকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে এবং বিচারহীনতার সংস্কৃতি বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করবো।'
https://bd24news.com