ময়মনসিংহের নান্দাইলে নারী ধর্ষন সহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এক হয়েপড়েছেন ময়মনসিংহের নান্দাইল পৌরসভার নথপাড়ার গ্রামবাসি। গতকাল শনিবার তাঁরা প্রতিবাদ সভা করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করেছে। পরে সারাদিন ও গভীর রাত পর্যন্ত মাইকে প্রচার করা হয় যারা মাদক ব্যবসা ও সেবনে জড়িত অথবা বিভিন্ন অনৈতিক কর্ম করছেন তারা ভালো হয়ে যান অন্যথায় ধরে পুলিশে দেওয়া হব। আজ রবিবারও এই প্রচার অব্যাহত থাকে। এ ধরনের প্রচারে এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্র ও কমিটির লোকজন জানায়, থানার পেছন ঘেসেই অবস্থান পৌরসভার ৭নম্বর ওয়ার্ড। ২০০৪ সালের পৌর নির্বাচনকে কেন্দ্র করে এখানের একটি ভোট কেন্দ্রে পুলিশ দুই ভোটারকে গুলি করে হত্যা করে। এরপর থেকেই এলাকাটি ব্যাপক পরিচিতি লাভ করে। এখানে রয়েছে একটি প্রাথমিক বিদ্যালয়, একটি উচ্চ বিদ্যালয় ছাড়াও ইসলামি বিভিন্ন প্রতিষ্ঠান। প্রায় পাঁচ হাজার মানুষ এখানে বসবাস করেন। বেশ কয়েক বছর ধরে এই এলাকাটি মাদক ব্যবসায়ী ও আসক্তদের অভয়ারণ্যে পরিনত হয়েছে। নারী ব্যবসা নিত্য দিনের ঘঠনা। এ অবস্থায় যুব সমাজ চলে যাচ্ছে বে-পথে। সচেতন অভিভাবক মহল তাঁদের সন্তানদের নিয়ে উদ্ধিগ্ন। প্রতিবাদ করলে তাঁদের ওপর চলে নির্যাতন। ফাঁসানো হয় মিথ্যা মামলায়। আইনি কোনো ধরনের প্রতিকার না পেয়ে অনেকেই জমিজমা বিক্রি করে অন্যত্র চলে যেতে বাধ্য হচ্ছেন।
এমন পরিস্থিতিতে সাধারণ জনগন গতকাল শনিবার সকালে আচারগাঁও নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে সমবেত হয়ে মাদক ও বিভিন্ন অনৈতিক অসামাজিক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্ছার হয়ে উঠেন। তারা ঘোষণা করেন আজ থেকে এই এলাকায় মাইকে প্রচার করা হবে যারাই এ সব ঘটনার সাথে জড়িত থাকেন না কেন। আজ থেকে ভালো হওয়ার শপথ নিলে ক্ষমা করে দেওয়া হবে। অন্যথায় জনগন এক সাথে হয়ে তাদের ধরে পুলিশে দেওয়া হবে।
গতকাল শনিবার দিন থেকে গভীর রাত পর্যন্ত কয়েকটি মাইকে এ ঘোষণা প্রচার করা হয়েছে। এরপর ওই রাতেই গ্রামবাসি ইয়াবা ট্যাবলেট বিক্রি করতে আসা একজনকে হাতে নাতে ধরে পুলিশে দেয়। পরে তাকে মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়েছে। সচেতন গ্রামবাসির এধরনের কর্মতৎপরতার বিষয়টি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে এদিকে নান্দাইল থানা পুলিশ গ্রামবাসিদের এই উদ্যৌগকে স্বাগত জানিয়ে সকলেই অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে থেকে আইনের সহযোগিতা চাইলে তা করা হবে।