ময়মনসিংহের ত্রিশালে সেনাপ্রধান। সামরিক প্রশিক্ষণ এলাকায় আর্মি স্কুল অব ফিজিক্যাল ট্রেনিং অ্যান্ড স্পোর্টস এর নবনির্মিত কমপ্লেক্সের উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে সুইচ টিপে ও কেক কেটে এএসপিটিএস-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ।
এএসপিটিএস বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিক ও ক্রীড়া বিষয়ক একমাত্র প্রশিক্ষণ প্রতিষ্ঠান। বাংলাদেশ সেনাবাহিনীর শারীরিক প্রশিক্ষণ ও ক্রীড়া উন্নয়নের লক্ষ্যে এই প্রতিষ্ঠানটি গত ১৯৭৯ সালের ২৫ মে এএসপিটিএস রাজশাহী সেনানিবাসে প্রতিষ্ঠিত হয়।
পরবর্তীতে ১৯৯৯ সালের ৪ ডিসেম্বর এএসপিটিএস ঢাকা সেনানিবাসে আর্মি স্টেডিয়াম সংলগ্ন এলাকায় স্থানান্তরিত হয়। এএসপিটিএস প্রতিবছর শারীরিক ও ক্রীড়া বিষয়ক বিভিন্ন প্রকার প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকে। প্রতিষ্ঠানটিতে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ছাড়াও অন্যান্য আধাসামরিক বাহিনীর সদস্যদের শারীরিক ক্রীড়া বিষয়ক প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষ প্রশিক্ষক তৈরি করে থাকে।
সেনাপ্রধান বলেন এখানে সেনা সদস্যদের ফিটনেস ও খেলাধুলায় পারদর্শী করার জন্য দক্ষ প্রশিক্ষক তৈরি করা হবে। এএসপিটিএস দেশীয় প্রশিক্ষনার্থী ছাড়াও বিভিন্ন দেশের প্রশিক্ষণার্থীদেরও প্রশিক্ষণ প্রদান করে থাকে।
এএসপিটিএস দেশীয় প্রশিক্ষণার্থী ছাড়াও বিভিন্ন বন্ধু প্রতীম দেশ যেমন, শ্রীলংকা, সুদান, নেপাল ও প্যালেস্টাইন এর প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ প্রদান করেছে। ঢাকা সেনানিবাসে শারীরিক ও ক্রীড়া বিষয়ক প্রশিক্ষণ পরিচালনার জন্য পর্যাপ্ত জায়গা এবং প্রয়োজনীয় অবকাঠামো অপ্রতুল।
এ জন্য একটি অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার লক্ষ্যে এএসপিটিএসকে একটি সুবিধাজনক এলাকায় স্থানান্তরের পরিকল্পনা করা হয়। এ প্রেক্ষিতে এএসপিটিএস ময়মনসিংহের ত্রিশালে সামরিক প্রশিক্ষণ এলাকায় স্থায়ীভাবে স্থানান্তরিত হয়ে কার্যক্রম শুরু করেছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।