কচুয়ায় আসন্ন শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ১৩ অক্টোবর সকাল ১০টায় কচুয়া থানা চত্বরে অফিসার ইনচার্জ মো: মনিরুল ইসলামের সভাপতিত্বে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো: মাহমুদ হাসান, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা ভাইস চেয়ারম্যান সিকদার ফিরোজ আহম্মেদ, কচুয়া উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি এ্যাডঃ দিলিপ মল্লিক, সাধারন সম্পাদক পুলিন বিহারী সাহা, কচুয়া সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সিকদার হাদিউজ্জামান হাদিজ, রাড়িপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাছলিমা বেগম, মঘিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এ্যাডঃ পঙ্কজ কান্তি অধিকারী,গজালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ নাসিরউদ্দিন সহ কচুয়া উপজেলার বিভিন্ন মন্দির কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক বৃন্দ।
অনুষ্ঠিতব্য মতবিনিময় সভায় আলোচনা করা হয় শারদীয় দূর্গাপূজা উপলক্ষ্যে আইন শৃংখলা রক্ষাসহ সকল পূজা মন্দিরে কঠোর নিরাপত্তার বিধান রেখে গ্রাম পুলিশ সদস্যদের নির্দেশনা দেওয়া হয়। সভায় মাদক, জুয়া ও ধর্ষনের বিরুদ্ধে জনমত গঠনের লক্ষ্যে সকলকে সচেতন থাকার অনুরোধ করা হয়।