লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, মনোহরদী থানার এসআই মো. শাহ আলম, এএসআই মো. ওমর ফারুক, লেবুতলা ইউনিয়নের প্রাক্তন চেয়ারম্যান মো. শফিকুল আলম রতন, নোায়াকান্দী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. হেলাল উদ্দীন, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক মো. আব্দুুল বাতেন ফকির, সাংবদিক মো. খাদেমুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা আব্দুুল জলিল শেখ, ইউপি সদস্য নজরুল ইসলাম, সংরক্ষিত মহিলা সদস্য মরিয়ম বেগম, ইউনিয়ন ছাত্রলীগ’র সাধারন সম্পাদক সজীব দাস, নোায়াকান্দী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থী মেহবুবা রহমান জাছরা।
এসময় আরও উপস্থিত ছিলেন, বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও সহকারী শিক্ষকবৃন্দ, মুক্তিযোদ্ধা মতিউর রহমান মাষ্টার, ইউনিয়নের গণ্যমান্য ব্যাক্তি, ইউপি সদস্য ও শিক্ষার্থীসহ প্রমুখ।
পুলিশ তার বক্তব্যে বলেন, ধর্ষনের শাস্তি এখন মৃত্যুদন্ড, আর নারীদের সাথে সহিংসতা করে কেউ পার পাবে না। এছাড়া নারী নির্যাতন ও ধর্ষণ প্রতিরোধে প্রতিটি পরিবার এবং সমাজের সকল শ্রেণী পেশার মানুষকে সচেতন ও ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান তিনি।