পুরাতন সিন্দুক ভেঙ্গে অবশেষে পাওয়া গেল পুরাতন কাগজ ময়মনসিংহে গত কয়েকদিন ধরে প্রায় ৪০ বছরের পুরোনো একটি লোহার সিন্দুক নিয়ে পুরো শহরময় ব্যপক আলোচনার সৃষ্টি হয়। সিন্দুকটি ময়মনসিংহ নগরীর মহারাজা রোডে অবস্থিত কেন্দ্রীয় সমবায় ব্যাংক লিমিেিটড এর। এ নিয়ে সাধারণ মানুষের মাঝে উৎসাহ বেড়ে যায়। প্রশাসনও জানতে চায় সিন্দুকের ভেতর কি আছে।
সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে পুরোনো এই সিন্দুক ভাঙ্গা হয়। ভেঙ্গে ফেলার পর পাওয়া গেল ৪০ বছরের ঋণ আদায়ের ঘুনে ধরা পুরোনো কাগজ।
ময়মনসিংহ সদরের ইউএনও সাইফুল ইসলাম, ময়মনসিংহ কেন্দ্রী সমবায় ব্যাংকের চেয়ারম্যান ও জেলা পরিষদের সদস্য খায়রুল বাশার, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ইনসপেক্টর দুলাল আকন্দ, উজ্জ্বল সরকার ও প্রতœতত্ত্ব অধিদপ্তরের সাবিনা ইয়াসমিনের এর উপস্থিতিতে বিকেলে সিন্দুকটি ভাঙা হয়। পরে দেখা যায় এর ভেতর ১৯৮২ সনের টাকা আদায়ের কিছু পুরোনো কাগজ। কাগজগুলোর অনেকাংশ ঘুনে খেয়ে নষ্ট করে ফেলেছে।
এই সিন্দুকটি ভাঙার সময় স্থানীয় লোকের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। ১৯৬০ সনে ময়মনসিংহ কেন্দ্রীয় সমবায় ব্যাংকটি প্রতিষ্ঠিত হলেও এর কার্যক্রম শুরু হয় ১৯৬৭ সনে। সম্প্রতি গণপূর্ত বিভাগ এটিকে পরিত্যক্ত ঘোষণা করলে এখানে নতুন ভবন তৈরি হয়। কেন্দ্রীয় সমবায় ব্যাংকের এই সিন্দুক নিয়ে শহরময় আলোড়ন সৃষ্টি হয়ে পড়েছিল, সিন্দুক ভাঙার পর তার অবসান ঘটলো। পাওয়া গেল পুরাতন কাগজ।