উক্ত মানববন্ধনে বিশ্বিবদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা প্লেকার্ড হাতে রাবিয়ান হত্যার বিচারের দাবিতে প্রতিবাদ জানিয়েছে।
এই নৃশংস হত্যার দ্রুত বিচার দাবি করে দর্শন বিভাগের শিক্ষার্থী সাগর হোসাইন বলেন, আমরা আজ কোথায় বাস করছি! দেশে দিনে দুপুরে মানুষ হত্যা করা হচ্ছে। গাড়ীতে, বাড়িতে পথে-ঘাটে সকল স্থান আজ জণগণের জন্য অনিরাপদ হয়ে উঠেছে।
কোথাও কেউ নিশ্চিন্তে অবস্থান করতে পারছে না।
তিনি দেশে বিচারহীনতার সংস্কৃতির চলছে দাবি করে বলেন, আমরা এই বিচারহীন সংস্কৃতির শেষ কবে দেখব? দেশে বিচারহীনতার ফলে আজ আমার ভাইয়ের মতো শত শত মানুষ নির্মম হত্যাকাণ্ডের শিকার হচ্ছে। আমরা অবিলম্বে আমাদের ভাইয়ের নৃশংস এ-ই হত্যার বিচার চাই। দ্রুত হত্যাকারীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
একই বিভাগের শিক্ষার্থী জামান বলেন, আজ আমরা আমাদের ভাইকে হারিয়েছি। হারিয়েছি অপার সম্ভাবনাময় মেধাবী একজন মানুষকে। একই বিভাগের শিক্ষার্থী হিসেবে আমি খুবই মর্মাহত। এভাবে আরো দিনে দুপুরে কত তাজা প্রাণ ঝরে যাবে ঘাতকের নৃশংস ছুরির আঘাতে? আমরা অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
অন্য আর একজন শিক্ষার্থী বলেন, আজ আমরা শান্তিপূর্ণ ভাবে রাবি শিক্ষার্থী হত্যার বিচারের দাবিতে মানববন্ধন করছি। দাবি জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হোক। তা না হলে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।