কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের খন্ডকালীন ইংরেজি শিক্ষক হাবিবুল্লাহ খোকনের নামে ধর্ষণের অভিযোগ করায় তদন্ত সাপেক্ষে কলেজের প্রথম বর্ষের ছাত্রীকে স্থায়ী বহিষ্কার ও শিক্ষক হাবিবুল্লাহ খোকনের কলেজে আসার উপর নিষেধাজ্ঞা জারি করেছে কলেজ কর্তৃপক্ষ।
ছাত্রীর অভিযোগ সুত্রে জানা যায়, ভুরুঙ্গামারী মহিলা কলেজের খন্ডকালীন ইংরেজি শিক্ষক হাবিবুল্লাহ খোকনের কাছে প্রাইভেট পড়ার জেরে তাদের দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক তৈরি হয়। সম্পর্কের গভীরতা ও বিয়ের প্রলোভনে বিভিন্ন স্থানে একাধিকবার ধর্ষণের শিকারও হন ঐ কলেজ ছাত্রী। এক পর্যায়ে ছাত্রীটি হাবিবুল্লাহ খোকনকে বিয়ের চাপ দিলে তরিঘরি করে সে গোপনে অন্যত্র বিয়ের করেন। এ ব্যাপারে আশু সমাধানের জন্য ছাত্রীটি কলেজ কর্তৃপক্ষকে লেখিত অভিযোগ করেন।
অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্ত সাপেক্ষ কলেজ কর্তৃপক্ষ ছাত্রীটির স্থায়ী বহিষ্কারের নির্দেশ দেন।
ভুক্তভোগী ছাত্রীটি ছাত্রত্ব ফিরে পেতে ও ধর্ষণের বিচারের আশায় তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার বরাবর ও বিভিন্ন দপ্তরে লেখিত অভিযোগ দিলেও সংশ্লিষ্টরা কোন পদক্ষেপ নেন নি।ফলে ছাত্রীটির লেখাপড়া বন্ধের পথে।
ভূরুঙ্গামারী মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. খালেদুজ্জামান বলেন, কলেজ পরিচালনা কমিটি ও তদন্ত কমিটির সিদ্ধান্তে ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়েছে। যেহেতু সে অন্যায় করেছে। বিষয়টি অন্য শিক্ষার্থীদের ওপর প্রভাব পড়তে পারে। এজন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
জেলা শিক্ষা কর্মকর্তা মোঃ শামছুল আলম বলেন, এ ঘটনায় ছাত্রীটির উপর দু’টি অনৈতিক কাজ হয়েছে। একে শিক্ষকের ঘৃণিত কাজ; অন্যটি বহিষ্কার। তার পড়ালেখা যাতে বন্ধ না হয়, সে বিষয়টি খতিয়ে দেখা হবে।