ময়মনসিংহের ঈশ্বরঞ্জে ফ্রান্সে মহানবীকে নিয়ে ব্যঙ্গচিত্র ও কুরুচিপূর্ণ বক্তব্য এর প্রতিবাদে ঈশ্বরগঞ্জে ইওেফাকুল উলামার এক বিক্ষোভ মিছিল হয়। বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যঙ্গচিত্র প্রদর্শন এর প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আজ শুক্রবার বিকেল ৩টায় সময় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ শাখার উদ্যোগে ওই মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি পৌর সদরের মার্কাজ মসজিদ থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে এসে প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা ও অভিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব, ফ্রান্সের দূতাবাস অপসারণ ও পণ্য বর্জনের আহবান জানিয়েছেন বক্তারা।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জামিয়া গাফুরিয়া (ইসলামপুর) মাদ্রাসার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বুলবুল, ইত্তেফাকুল উলামা ঈশ^রগঞ্জ উপজেলা শাখার সহ সভাপতি মুফতি নাঈমুল ইসলাম, সাধারণ সম্পাদক ও জামিয়া গাফুরিয়া (ইসলামপুর) মাদ্রাসার মোহতামীম মাও. নুরুল আলম, সহ সম্পাদক মাও. হিফজুর রহমান, মাও. উবায়দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মুফতি মুনসুর আহাম্মেদ, মুফতি হামিদী প্রমুখ। সমাবেশ শেষে সারা বিশ্বের মুসলমানদের জন্যে দোয়া ও মোনাজাত করা হয়। বিক্ষোভ মিছিলটি পৌরশহরের বিভিন্ন স্থান প্রদক্ষিন করে।