মাদক বিরোধী বিশেষ অভিযানে ৭৬০ পিস ইয়াবা সহ ১জন ও ২৯ কেজি গাজা সহ বহনকৃত ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে র্যাব-৬।
শনিবার ৩১ অক্টোবর বিকেলে বাগেরহাট সদর উপজেলার বাদামতলা এলাকা ৭৬০ ইয়াবা সহ মোঃ মাসুম হাওলাদার(৩১)কে অটক করা হয়। সে মোড়েলগঞ্জ উপজেলার আলতি বুরুজ বাড়িয়া গ্রামের মোঃ রাজ্জাক হাওলাদারের ছেলে।
র্যাব-৬ খুলনার সহকারী পরিচালক (লিগ্যাল ও মিডিয়া) মোঃ মাহবুব-উল-আলম জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আটক মাসুম হাওলাদারকে বাগেরহাট সদর থানায় সোপর্দ করার প্রক্রিয়া চলছে।
অপরদিকে, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার আনুমানিক রাত ৯টার দিকে বাগেরহাটের ফকিরহাটে মহাসড়কে চেকপোষ্ট বসিয়ে ২৯কেজি গাঁজা সহ ট্রাকের চালক ও হেলপারকে আটক করেছে র্যাব-৬।
আটককৃতরা হচ্ছেন, দিনাজপুরের কোতয়ালী থানার দিঘন এলাকার ফজলুর রহমান শাহার পুত্র ট্রাক চালক মোঃ কামরুজ্জামান শাহা (৪৩) ও পিরোজপুরের মঠবাড়িয়ার ছোট শৌলা এলাকার মোঃ বাবুল তহশিলদারের পুত্র হেলপার রবিউল ইসলাম বায়েজিদ (২০)।
ওই সময়েট্রাক তল্লাশী করে ২৯কেজি গাঁজাসহ ট্রাকটি জব্দ করা হয়েছে। এব্যাপারে পুলিশ পরিদর্শক ডিএডি মোঃ আঃ মতিন বাদী হয়ে ফকিরহাট মডেল থানায় মাদক অাইনে মামলা দায়ের করেছেন।