বেকার যুবকদের নিজে উদ্যোক্তা হতে আহ্বান জানান শিল্পমন্ত্রী অ্যাডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি। গ্রামাঞ্চলে বেকার যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরী করতে যুব উন্নয়ন অধিদপ্তর থেকে প্রশিক্ষণের ব্যবস্থা রয়েছে।
কোন গ্রামে যেন একজন যুবকও বেকার না থাকে সেজন্য বেকারমুক্ত গ্রাম সৃজন প্রকল্প হাতে নিয়েছে সরকার। তাছাড়া তাদের জন্য উদ্যোক্তা ঋণ প্রদান করার ব্যবস্থাও করা হয়েছে।
রবিবার "মুজিববর্ষের আহ্বান, যুব কর্মসংস্থান" প্রতিপাদ্য নিয়ে মনোহরদী উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন কার্যালয়ের আয়োজনে জাতীয় যুব দিবস- ২০২০ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, যুব ঋণের চেক ও সনদপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শাফিয়া আক্তার শিমু’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মনোহরদী পৌরসভার মেয়র মোহাম্মদ আমিনুর রশিদ সুজন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইকবাল হাসান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রিয়াশীষ রায়, উপজেলা ভাইস চেয়ারম্যান এমএস ইকবাল আহমেদ, আফরোজা সুলতানা রুবী প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. মাহবুব আলম। এসময় ১৯জন বেকার যুবক-যুবতীর হাতে নয় লাখ ৮০ হাজার টাকার ঋণ বিতরণের চেক তুলে দেওয়া হয়। তাছাড়া ৫০জনের মাঝে যুব সংগঠন সনদপত্র বিতরণ করা হয়।