ময়মনসিংহের গফরগাঁওয়ে ট্রেনে কাটা পড়ে আজ বৃহস্পতিবার সকালে হাঁটাহাঁটির সময় নাজমুন নাহার বাসনা (৪৫) নামে এক গৃহবধূর ট্রেনে কাটা পড়ে মারা গেছেন। সকালে উপজেলার পাগলা থানাধিন পাইথল ইউনিয়নের গয়েশপুর এলাকায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পাগলা থানাধিন পাইথল ইউনিয়নের আলম মিয়ার স্ত্রী নাজমুন নাহার বাসনা ডায়াবেটিসে আক্রান্ত। তিনি নিয়মিত হাঁটাহাঁটি করেন। আজও তিনি ভোরে হাঁটতে বের হন। রেললাইন ধরে হাঁটার এক পর্যায়ে গয়েশপুর চিনাগুড়ি রেলব্রিজ পার হওয়ার সময় সকাল ৬টার দিকে ঢাকাগামী আন্তঃনগর যমুনা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক পা হারিয়ে গুরুতর আহত হন। ট্রেন চলে যাওয়ার পর স্থানীয় লোকজন উদ্ধার করে হাসপাতাল নেওয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পাগলা থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করে।
পাগলা থানার অফিসার ইনচার্জ শাহীনুজ্জামান খান বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। গফরগাঁওয়ে ট্রেনে কাটা পরে মৃত্যুর ঘঠনা প্রায়েই ঘঠায় স্থানীয় এলাকাবাসীর মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।