ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জে সরিষা ইউনিয়নে বিশ্বনবী হযরত মোহাম্মদ (সাঃ) কে নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্টের কুরুচিপূর্ণ বক্তব্য ও ব্যঙ্গচিত্র প্রদর্শন করার প্রতিবাদে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আজ শুক্রবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ইত্তেফাকুল উলামা সরিষা ইউনিয়ন শাখার উদ্যোগে এই বিক্ষোভ মিছিল সমাবেশ অনুষ্ঠিত হয়। হাজার হাজার মুসলিম তৌহিদী জনতার বিক্ষোভ মিছিলটি সরিষা ইউনিয়নের মহেশপুর উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে বের হয়ে বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ প্রতিবাদ সমাবেশের মাধ্যমে শেষ হয়। সমাবেশে বক্তারা ফ্রান্স সরকারের প্রতি তীব্র নিন্দা ও অভিলম্বে ক্ষমা চাওয়ার আহ্বান জানান। বাংলাদেশ সরকারের জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব, ফ্রান্সের দূতাবাস অপসারণ ও পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বক্তারা। পাশাপাশি বিশ্বের যে সকল দেশ ফ্রান্সের সাথে একাত্বতা প্রকাশ করেছে তাদের প্রতি তীব্র নিন্দা ও বয়কটের আহ্বান জানান।
এসময় সমাবেশে বক্তব্য রাখেন ইত্তেফাকুল উলামা ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার সহ-সম্পাদক মাও. ওবায়দুল হক , সরিষা ইউনিয়ন শাখার সভাপতি মাও. আবুল হাসেম, সাধারণ সম্পাদক মুফতি উমর ফারুক সহ বিভিন্ন নেতৃবৃন্দ। সমাবেশ শেষে সারা বিশ্বের মুসলমানদের জন্যে দোয়া ও মোনাজাত করা হয়। বক্তারা ফ্রান্সের পন্য বর্জন করার জন্য আবারও আহবান জানান।