“নীল অর্থনীতি এনে দিবে সম্মৃদ্ধি” এই প্রতিপাদ্য নিয়ে বাগেরহাটে গণ প্রকৌশল দিবস ও ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিবি) এর ৫০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
দিনটি উপলক্ষে সামাজিক নিরাপত্তা ও যথাযথ দুরত্ববজায় রেখে রবিবার সকালে বাগেরহাট অফিসার্স ক্লাবের সামনে থেকে একটি বর্নাঢ্য র্যালী বের হয়। র্যালীটি উদ্বোধন করেন বাগেরহাট ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজির অধ্যক্ষ প্রকৌশলী মোঃ শামিম হোসেন। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে র্যালীটি পুনরায় অফিসার্স ক্লাবের সামনে এসে শেষ হয়।
র্যালীতে বাগেরহাট মেরিন ইনস্টিটিউট, বাগেরহাট সড়ক ও জনপথ বিভাগ, গনপূর্ত অধিদপ্তর, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, পানি উন্নয়ন বোর্ড, বাগেরহাট সরকারি টেকনিক্যাল স্কুল এ্যান্ড কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও প্রকৌশলীরা অংশগ্রহন করেন। পরে অফিসার্স ক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী খন্দকার আঃ ছালাম, প্রকৌশলী মোঃ আঃ রহমান, প্রকৌশলী মোঃ ইসমাইল হোসেন, প্রকৌশলী রঞ্জন কান্তি গুহ, প্রকৌশলী মোঃ আতাউর রহমান ও প্রকৌশলী তানজির আহম্মেদ।
আলোচনা সভায় বক্তরা তাদের পেশাগত দাবী সরকারকে মেনে নেওয়ার আহবান জানান।