ঝালকাঠির কাঠালিয়া উপজেলার ছৈলারচরে পূর্ণাঙ্গ পর্যটন সুবিধা প্রদানের দাবীতে মানববন্ধন ও প্রধানমন্ত্রীর বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক আন্দোলন কাঠালিয়া এর আয়োজন করেন।আজ ১১নভেম্বর ২০২০ বুধবার সকালে ছৈলারচরে এক বিশাল মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেন।
এসময় বক্তব্য রাখেন সামাজিক আন্দোলনের প্রতিষ্ঠাতা সভাপতি অমিত হাসান তুহিন সিকদার,উপদেষ্টা মোঃ নুসিম মিরবহর ও মোঃ কামাল হোসেন।মানববন্ধন শেষে ঝালকাঠির জেলার অতিরিক্ত প্রশাসক আরিফুল ইসলাম এর কাছে স্মারকলিপি প্রদান করেন।
উল্লেখ্য যে,২০১৫ সাথে ঝালকাঠি জেলা প্রশাসন কাঠালিয়া উপজেলার এ ছৈলারচরকে পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পট ঘোষণা করলেও এখানে ভ্রমনে আসা পর্যটকদের জন্য তেমন কোনো সুযোগ-সুবিধা নেই অথচ রয়েছে বহু সমস্যা ও সীমাহীন দূর্ভোগ।আন্দোলনকালীরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে ছৈলারচরকে পূর্ণাঙ্গ পর্যটন সুবিধা দেয়া বাদী জানিয়েছেন।