ময়মনসিংহে কুকুরের টানাটানিতে রাস্তার পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। আজ বুধবার দুপুরে নগরীর চরপাড়া কপিক্ষেত-এলাকা থেকে এই মরদেহটি উদ্ধার করা হয়।
স্থানীয়দের সুত্রে জানাযায়, দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ সংলগ্ন ক্লিনিক পাড়ার পেছনে চরপাড়া কপিক্ষেত এলাকায় রাস্তার পাশে আবর্জনার ভেতর একটা কুকুর ব্যাগ টানাটানি করছিল।
এক পর্যায়ে দুপুরে ১ টার দিকে ব্যাগের ভেতর থেকে এক নবজাতকের দেহ বেরিয়ে আসে। ওই সময় এক পথচারী ঘটনাটি দেখে চিৎকার দিলে লোকজন জড়ো হয় এবং কুকুরটি ওই স্থানে ব্যাগ রেখে ঘঠনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে সদরপুলিশ ঘটনাস্থল থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারণা, জন্মাদানের পর কেউ নবজাতকটিকে ব্যাগে ভরে ফেলে গেছেন।
ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এবং নবজাতকের লাশ উদ্ধার করে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহন করা হবে।